চলছিল আবহাওয়ার খবর। লাইভ টিভিতে সাংবাদিক ক্যামেরার সামনে দাঁড়িয়ে খবরের তথ্য তুলে ধরছিলেন। অন্ধকার তখন ঘনিয়ে এসেছে। অথচ জলমগ্ন রাস্তা। তারই মধ্যে বিপদগ্রস্ত হয়ে পড়েন এক মহিলা। বন্যার জলে ডুবতে থাকা সেই মহিলাকে বাঁচাতে লাইভ রিপোর্টিং ছেড়ে সেই মহিলার কাছে চলে যান সাংবাদিক। পেশাগত দিক আর মানবিক কর্তব্যবোধের মধ্যে থেকে সাংবাদিক বেছে নিয়েছিলেন মানবিকতাকে। তাঁর এই গোটা পর্বের ভিডিয়ো ভাইরাল।
আমেরিকার আটলান্টায় শুক্রবার হ্যারিকেন হেলেনের জেরে বিপর্যস্ত হয় জনজীবন। লাগাতার বর্ষণের জেরে বহু জায়গায় বন্যা পরিস্থিতি দেখা যায়। সেই সময় সাংবাদিক ভ্যান ডিলেনকে দেখা যায় বৃষ্টির মধ্যে এক কোমর জলে দাঁড়িয়ে সংবাদ তুলে ধরতে। তিনি যখন গ্রাউন্ড জিরো থেকে ঘটনার খবর তুলে ধরছিলেন ফক্স নিউজে। তখনই দেখা যায়, একটি গাড়ি জলে ডুবতে শুরু করেছে। ততক্ষণে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভ্যান ডিলেন তুলে ধরছিলেন নানান তথ্য। তবে করুণ পরিস্থিতির মাঝে পড়া ওই মহিলাকে দেখে তিনি পেশাগত দায়িত্বের থেকেও আগে বেছে নিলেন মানবিকতার কর্তব্যবোধকে। ছুটে গেলেন মহিলার কাছে। মহিলার আর্তনাদ ততক্ষণে শোনা যাচ্ছিল। তবে জল এতটাই ছিল যে তাঁর কাছে পর্যন্ত যাওয়ার উপায় ছিল না। সাংবাদিক আশস্ত করতে থাকেন যে, সাহায্য আসছে।
( বাবা মুখ্যমন্ত্রী, ছেলে উপমুখ্যমন্ত্রী! এমকে স্ট্যালিনের মন্ত্রিসভায় পুত্র উদয়নিধি পেলেন ডেপুটি CM পদ, মন্ত্রিসভায় রদবদল)