Nimisha Priya: ইয়েমেনে নিমিশা প্রিয়ার ফাঁসির সাজা প্রত্যাহার করা হয়েছে? গ্র্যান্ড মুফতির দাবির পর সামনে নয়া রিপোর্ট
Updated: 29 Jul 2025, 09:10 AM IST Abhijit Chowdhury 29 Jul 2025 nimisha priya, yemen, murder, indian nurse in yemen, nimisha priya death sentence, নিমিশা প্রিয়া, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের আপডেট, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কি ক্ষমা করে দেওয়া হয়েছে, ইয়েমেনে আটক ভারতীয় নার্স, কেরলের নার্সের ফাঁসি পিছিয়ে গিয়েছে ইয়েমেনে২০১৭ সালে ইয়েমেনি নাগরিক তালাল আবদো মাহদিকে হত্যা... more
২০১৭ সালে ইয়েমেনি নাগরিক তালাল আবদো মাহদিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন ওই ভারতীয় নার্স। মৃত্যুদণ্ড ঘোষণার পর আশা করা হয়েছিল, ব্লাড মানি বা দিয়ার মাধ্যমে নিমিশার প্রাণ বাঁচানো যাবে।
পরবর্তী ফটো গ্যালারি