পহেলগাঁও সন্ত্রাসী হামলা নিয়ে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ইতিমধ্যেই তলানিতে। এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনীর রোমিও ফোর্স এবং জম্মু ও কাশ্মীর পুলিশ সোমবার পুঞ্চ জেলার সুরানকোটে একটি সন্দেহভাজন সন্ত্রাসী আস্তানার খোঁজ পেল। সেই জঙ্গি আস্তানা থেকে পাঁচটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, রেডিও সেট, দূরবীন সহ একাধিক জিনিস উদ্ধার করা হয়েছে। (আরও পড়ুন: মধ্যরাতে ভারত নিয়ে বৈঠক ইসলামাবাদে, ওদিকে LoC-তে পাক সেনা পেল যোগ্য জবাব)
আরও পড়ুন: পাকিস্তানের লাগবে 'শক', ভারতের হবে লাভ! সিন্ধু নিয়ে নয়া পরিকল্পনা মোদী সরকারের
বালতির ভিতরে দু'টি এবং বাকি তিনটি আইইডি টিফিন বাক্সে পাওয়া গিয়েছে। সেই জঙ্গি আস্তানা থেকে দুটি ওয়্যারলেস সেট, পাঁচ প্যাকেট ইউরিয়া, একটি পাঁচ লিটারের গ্যাস সিলিন্ডার, একটি বাইনোকুলার, তিনটি উলের টুপি, তিনটি কম্বল এবং কিছু ট্রাউজার ও বাসন উদ্ধার করা হয়েছে। (আরও পড়ুন: কথায় কথায় ভারতকে নকল পাকিস্তানের, ভয়ে কি মাথা 'ব্ল্যাঙ্ক' হয়ে গেল ইসলামাবাদের?)
আরও পড়ুন: 'চিহ্নিত ৫ লাখ পাকিস্তানি, শীঘ্রই পাঠানো হবে ফেরত',বিস্ফোরক দাবি শান্তনু ঠাকুরের
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। পর্যটকদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়া এই নৃশংস হামলার দুষ্কৃতীদের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করেছে তারা। এই আবহে জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক ভিকে বিরদি একটি যৌথ নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেন সম্প্রতি। সেখানে পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) সহ একাধিক সুরক্ষা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (আরও পড়ুন: ভারতের নাম নিয়ে কান্নাকাটির পরিকল্পনা পাকিস্তানের? UNSC-র রুদ্ধদ্বার বৈঠক আজ)
আরও পড়ুন: বাংলাদেশের পুনরাবৃত্তি ঘটবে জম্মু-কাশ্মীরে? পহেলগাঁও আবহে সামনে নয়া তথ্য
এদিকে পহেলগাঁও হামলার কারণে পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ভারত। এই হামলার পরে, পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। এছাড়া ভিসা পরিষেবাও স্থগিত করা হয়েছে। পাশাপাশি ভারতীয় বন্দরগুলি থেকে পাকিস্তানি জাহাজ নিষিদ্ধ করা হয়েছে এবং পাকিস্তানে নিবন্ধিত সমস্ত বিমান এবং পাকিস্তানি সংস্থা দ্বারা পরিচালিত বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা ঘোষণা করেছিল। (আরও পড়ুন: সব প্রতিকূলতা পার করে HSC পাশ একই স্কুলের ৯ ঘরছাড়া ট্রান্সজেন্ডার পরিক্ষার্থীর)
আরও পড়ুন: চেয়েছিলেন ১০ কোটি, ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন হাতেনাতে, গ্রেফতার বিধায়ক
যারা এই হামলা চালিয়েছে এবং যারা এর পরিকল্পনা করেছে তাদের খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের আগ্রাসী কূটনৈতিক অবস্থান পাকিস্তানকে ক্ষুব্ধ করে তুলেছে। তারা দাবি করেছে যে নয়াদিল্লি সামরিক হামলার পরিকল্পনা করছে। পাকিস্তান জানিয়েছে, পহেলগাঁও হামলার স্বাধীন তদন্তের জন্য তারা প্রস্তুত। এরই মধ্যে অবশ্য গত ১১ দিন ধরে রাত নামতেই আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা।