চলতি মরশুমে ভারতে চালের ফলন হয়েছে অত্যন্ত বেশি। তার মধ্যেই সিদ্ধ চালের রফতানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্থির করা হয়েছে, এই শস্যের রফতানিতে ন্যূনতম শুল্ক মূল্য (এমইপি) আদায় করা হবে না।
সরকারের যুক্তি, এর ফলে আন্তর্জাতিক বাজারে চাল রফতানিকারী বিভিন্ন দেশ, যেমন - থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান আন্তর্জাতিক বাজারে চালের দাম কমাতে বাধ্য হবে। এবং সেই কম দামেই তাদের মজুত করে রাখা অতিরিক্ত সিদ্ধ চাল তারা বিক্রি করবে।
ভারত সরকারের আরও দাবি, এর ফলে দেশের কৃষকরাও লাভবান হবেন। তাদের আর ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি পাওয়ার জন্য 'ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া'র মুখ চেয়ে বসে থাকতে হবে না। বরং, তাঁরা বিদেশের বাজার তাঁদের উৎপাদিত চাল বিক্রি করার সুযোগ পাবেন। এর ফলে ভারতের গুদামগুলিতেও প্রয়োজনের তুলনায় তিনগুন চাল মজুত করে রাখার প্রবণতা থাকবে না।
প্রসঙ্গত, ভারত পৃথিবীর বৃহত্তম চাল রফতানিকারী দেশ। সরকারের সিদ্ধান্ত ঘোষিত হওয়া নিয়ে ভারতের চাল রফতানিকারীদের সংগঠনের সভাপতি বি ভি কৃষ্ণা রাও বলেন, 'সিদ্ধ চালের রফতানির ক্ষেত্রে আগে যে ১০ শতাংশ শুল্ক নেওয়া হত, তা তুলে নেওয়ার নির্দেশিকা জারি হওয়ায় রফতানিকারীরা উপকৃত হবেন।'
তিনি আরও জানান, 'এর ফলে ভারতের রফতানিকারীরা দামের নিরিখে সংবেদনশীল আফ্রিকার বাজারগুলিতে প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ পাবেন। ভারত সরকার সিদ্ধ চালের উপর থেকে এমইপি তুলে নেওয়ায় আমরা পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারব।'
এর কারণ হিসাবে রাও জানান, আন্তর্জাতিক বাজারে পাকিস্তান প্রতি টন সিদ্ধ চালের দাম ৪৬০ মার্কিন ডলারের নীচে রাখে। যেখানে এত দিন ভারত ওই পরিমাণ চাল বিদেশের বাজারে বিক্রি করতে অন্তত ৪৯০ মার্কিন ডলার দাম নিত।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর বিদেশে সিদ্ধ চালের রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে, চাল রফতানি করার জন্য 'ফ্লোর প্রাইস' আরোপ করা হয়। উল্লেখ্য, ফ্লোর প্রাইস হল সেই ন্যূনতম আইনি মূল্য যা একটি পণ্য, পরিষেবা, শ্রম ও আর্থিক মূলধনের জন্য আদায় করা হয়।
কিন্তু, সরকারের নয়া সিদ্ধান্তের জেরে সিদ্ধ চালের রফতানির ক্ষেত্রে আর এই ফ্লোর প্রাইস আদায় করা হবে না। সেইসঙ্গে, ব্রাউন রাইস বা বাদামী রঙের চালের ক্ষেত্রেও রফতানি শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে অর্থ মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতেই সরকারের তরফে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে।