বাংলা নিউজ > ঘরে বাইরে > Ind Vs Pak Srinagar College Fine: 'ভারত-পাক ম্যাচ দেখলেই…' কড়া নির্দেশিকা জারি কলেজের, দিতে হবে ৫০০০ টাকা জরিমানা
পরবর্তী খবর
এশিয়া কাপে রবিবারের ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচটি জোট বেঁধে দেখবেন না। শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির তরফে তাদের ছাত্রদের এমনই নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচ সম্পর্কে কিছু পোস্ট না করার জন্যও নির্দেশিকা জারি করেছে। ২০২১ সালের অক্টোবরের পুনরাবৃত্তি যাতে না হয়, এই কারণেই এই নির্দেশিকা জারি। এই আবহে স্টুডেন্টস ওয়েলফেয়ারের ডিন এই নির্দেশিকা জারি করে জানায়, ম্যাচ চলাকালীন শিক্ষার্থীদের তাদের ঘরেই থাকতে হবে। (আরও পড়ুন: অশান্তির আশঙ্কা? ভারত-পাক ম্যাচের আগে কাশ্মীরি পড়ুয়াদের ‘পরামর্শ’ ছাত্র সংগঠনের)