সবাইকে নাগরিকত্ব সংশোধন আইন মানতে হবে- 'প্রতিবাদী' রাজ্যগুলিকে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
Updated: 13 Dec 2019, 09:01 PM IST Arghya Prasun Roychowdhury 13 Dec 2019 Citizenship Amendment Act, Citizenship Amendment Bill, Home Ministry, Constitution, Violence Post Passage of CAA, নাগরিকত্ব সংশোধনী বিল, নাগরিকত্ব সংশোধনী আইন, স্বরাষ্ট্রমন্ত্রকএখনও পর্যন্ত পাঁচটি রাজ্য জানিয়েছে যে তারা নাগরিকত... more
এখনও পর্যন্ত পাঁচটি রাজ্য জানিয়েছে যে তারা নাগরিকত্ব সংশোধনী আইন মানবে না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, সপ্তম শিডিউল অনুযায়ী এটা ইউনিয়ন লিস্টের অন্তর্ভুক্ত। তাই সংসদে পাশ হওয়া আইন মানতে বাধ্য রাজ্যগুলি। উত্তর-পূর্ব শান্ত থাকলেও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ ছড়াল পশ্চিমবঙ্গে।
পরবর্তী ফটো গ্যালারি