সোহিনী গোস্বামীরাবণ দহনের অনুষ্ঠানকে ঘিরে বড় বিপত্তি হরিয়ানার যমুনানগরে। রাবণের বিশাল কুশপুতুল তৈরি করা হয়েছিল। সেই বিশাল রাবণের কাঠামোটি জ্বলন্ত অবস্থায় পড়়ে যায় ভিড়ের মাঝে। তাতে অনেকেই জখম হয়েছেন। ভয়াবহ সেই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন অনেকেই।প্রতি বছরই অশুভ শক্তির বিনাশের উৎসবকে উদযাপনের জন্য রাবণ দহনের অনুষ্ঠান করা হয়। পুরাণ অনুসারে কথিত আছে এই দিনেই রাবণকে বধ করেছিলেন রামচন্দ্র। আর সেই বিজয়কে উদযাপন করতেই করা হয় রাবন দহনপালা। গত দুবছর ধরে কোভিড অতিমারির জেরে এই অনুষ্ঠান ঘটা করে করা যায়নি। তবে এবার রাবণ দহনের এই অনুষ্ঠানে প্রচুর মানুষ ভিড়় করেন। কিন্তু সেই অনুষ্ঠানেই বড় বিপদ হয়ে গেল যমুনানগরে।বিশাল কুশপুতুলটিতে প্রচুর বাজি আটকানো ছিল। তার চারপাশে একেবারে লোকে লোকারণ্য। একসময় এটিতে আগুন ধরানো হয়। প্রচন্ড শব্দে বাজি ফুটতে শুরু করে। একসময় জ্বলন্ত রাবণের বিশাল পুতুলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে। লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন। অনেকেই জখম হয়েছেন এর জেরে। তাঁদেরকে বাঁচানোর জন্য় কয়েকজন এগিয়ে আসেন। সব মিলিয়ে আতঙ্ক ছড়ায় এলাকায়।