বাংলা নিউজ > ঘরে বাইরে > Groom Video: ‘দাদা একটু সাইড দিন,’ যানজটে ফেঁসে হাঁটতে শুরু করলেন বর, দেখুন ভিডিয়ো
পরবর্তী খবর
আপনি যে শহরেই থাকুন না কেন, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু বা অন্য কোথাও – একটি জিনিস একই থাকে সেটা হল ট্র্যাফিক জ্যাম। যদিও প্রতিটি শহরের নিজস্ব অনন্য কিছু ব্যাপার, নান্দনিকতা এবং স্পন্দন রয়েছে, তবে যখন যানজটের কথা আসে তখন তারা সবাই একই। কিন্তু প্রচণ্ড যানজটের মাঝে বিয়ের শোভাযাত্রা বরকে ফেলে রেখে গেলে কী হয়? আচ্ছা, বর হেঁটে যায়! বর ছুটে যায়।