সরস্বতী পুজোর দিনে রাজভবনে হাতেখড়ি নিয়ে নয়াদিল্লিতে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর এই নয়াদিল্লি সফর নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। পরে রাজভবন সূত্রে খবর, তাঁর নয়াদিল্লি সফরসূচি পূর্বনির্ধারিতই ছিল। আর আজ, শুক্রবার সকালে দিল্লির চাণক্যপুরীতে বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি পৌঁছে যান রাজধানীর একটি বাঙালি স্কুলে। স্কুলের নাম রাইসিনা বঙ্গীয় বিদ্যালয়। এই বাঙালি স্কুলে এসে তিনি প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।
এদিকে নয়াদিল্লির বুকে বাংলা স্কুলে গিয়ে পরীক্ষা পে চর্চা শোনা বেশ তাৎপর্যপূর্ণ। আসলে রাজ্যপালের বাংলার প্রতি ভালবাসা বোঝাতে চেষ্টার কসুর করছেন না। আগেই তিনি জানিয়েছিলেন, বাংলা শিখবেন। হাতেখড়ি নিয়ে সেই কথা রেখেছেন বড়লাট। এবার চলে গেলেন বাংলা স্কুলে। হাতেখড়ির পর ‘জয় বাংলা’ ধ্বনিও দিতে দেখা গিয়েছিল রাজ্যপালকে। যা নিয়ে রাজ্য–রাজনীতিতে বিতর্ক তুঙ্গে ওঠে।
অন্যদিকে বিতর্কের আবহেই এবার রাজধানীতে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে যোগ দিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বহুল চর্চিত কর্মসূচি। প্রত্যেক বছর এই পরীক্ষা পে চর্চার আয়োজন করা হয়। যেখানে ২০০ জন পড়ুয়ার সঙ্গে মুখোমুখি কথা বলেন তিনি। সেখানে বহু পড়ুয়া ভার্চুয়ালি যোগ দেন। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে এবার নয়াদিল্লির বাঙালি স্কুলে গিয়ে হাজির বাংলার রাজ্যপাল। তাহলে কি ভারসাম্য বজায় রাখলেন বড়লাট? উঠছে প্রশ্ন।
আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। অমিত শাহের সঙ্গেও বৈঠক হতে পারে বাংলার বড়লাটের। নয়াদিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিয়েছেন রাজ্যপাল। অনেকে মনে করছেন, এভাবে আসলে বিজেপির ক্ষোভ দমনেরই চেষ্টা করলেন সিভি আনন্দ বোস। এখন দেখার শেষ কোথায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup