মণিপুরে হিংসা থামার কোনও নাম নেই। সেখানে জাতিগত হিংসার আগুন জ্বলেই চলেছে। আর সেই আগুনে পুড়ে চলেছে উত্তরপূর্বের এই রাজ্য। হিংসায় মারা গিয়েছেন শতাধিক মানুষ। সম্প্রতি সেখানে তিন মহিলা এবং তিন শিশুর মৃতদের উদ্ধার ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল। এই আবহে মণিপুর হিংসা নিয়ে মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। গতকাল কলকাতায় কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের এক অনুষ্ঠানে হাজির ছিলেন এই কিংবদন্তী। সেখানেই মণিপুর ইস্যুতে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। কলকাতার মাঠ কাঁপানো বাইচুং সেই সময় বলেন, 'মণিপুরে যা ঘটছে, তা খুবই দুঃখজনক। উত্তরপূর্ব ভারতের বাসিন্দা হিসাবে এটা আমাদের আঘাত করেছে। আমরা কেবল আশা করছি যে সব ঠিক হয়ে যাবে এবং শান্তির জন্য প্রার্থনা করে চলেছি। মণিপুর এত সুন্দর রাজ্য। পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে এখানে। আমি আশা করি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সেখানকার সব সম্প্রদায়ের সাথেই একসাথে কাজ করবে এবং শান্তি ফিরিয়ে আনবে। কারণ এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।' (আরও পড়ুন: সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলা, গর্জে উঠলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা)