প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। এই মেলায় পবিত্র স্নান করতে অংশগ্রহণ করেছেন লক্ষ-লক্ষ পুণ্যার্থী। এবার যা ঘটল, তা কোনও অংশে অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। ১৫ বছর আগে স্মৃতি হারিয়ে যাওয়ায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু, মহাকুম্ভ শব্দ শুনেই আচমকা স্মৃতি ফিরে পেলেন কলকাতা পুরসভার এক কর্মী। আর তারপরে তাঁকে খুঁজে পেল তাঁর পরিবার। এমনই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের কোডারমায়।
আরও পড়ুন: বাংলায় ‘কুম্ভ উৎসব,’ বলেছিলেন মোদী, কবে হবে এবার? HT Bangla-কে জানালেন আয়োজকরা
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম প্রকাশ মাহাতো। তিনি মারকাচো থানা এলাকার কাদোদিহের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজে না পাওয়ায় শেষপর্যন্ত সরকারের কাছে তাঁর ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করেছিল পরিবার। ঠিক সেই সময় প্রকাশকে খুঁজে পেয়েছেন আত্মীয়রা। জানা গিয়েছে, প্রকাশ মাহাতো আগে কলকাতা পুরসভায় কর্মরত ছিলেন। ২০১০ সালের ৯ মে কাজের জন্য কলকাতায় যাওয়ার সময় তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। তাঁর পরিবার ঘটনায় মারকাচো থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। কিন্তু, তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
সম্প্রতি, মারকাচো পুলিশ বাংলার রানিগঞ্জের হোটেল অপারেটর সুমিত সাও নামে এক ব্যক্তির কাছ থেকে ফোন পায়। তিনি পুলিশকে প্রকাশের কথা জানান। তখন পুলিশ প্রকাশের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তারা পরিচয় নিশ্চিত করতে রানিগঞ্জে ছুটে যান। অবশেষে গত ৭ জানুয়ারি তাদের পুনর্মিলন হয়। দীর্ঘদিন পর আপনজনকে খুঁজে পেয়ে আনন্দের শেষ ছিল না পরিবারের সদস্যের।