Kartarpur Sahib: কর্তারপুর সাহিবের চুক্তির মেয়াদ বাড়ল আরও ৫ বছর, পাকা কথা বলে নিল ভারত-পাকিস্তান Updated: 22 Oct 2024, 09:49 PM IST Satyen Pal প্রতি পূণ্যার্থীর জন্য ২০ মার্কিন ডলার করে ধার্য করে পাকিস্তান। সেটা বন্ধ করার আবেদন বার বার করেছেন ভক্তরা। সেটা পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে। যাতে পাকিস্তান এই ধরনের কোনও লেভি বা ফি, বা কোনওরকম চার্জ ধার্য না করে সেব্যাপারে অনুরোধ করা হয়েছে।