এবার নিজের সন্তানদের বিরাট বাহিনী গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন ধুনকুবের ইলন মাস্ক। 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর প্রতিবেদন অনুসারে, নিজের এই ইচ্ছেপূরণে তাঁরই সংস্থা এক্স প্ল্যাটফর্মকে ব্যবহার করছেন মাস্ক। ইতিমধ্যেই একাধিক মহিলার সঙ্গে যোগাযোগ করেছেন মাস্কের কর্মীরা। বিপুল আর্থিক সহায়তার বদলে বিশেষ চুক্তি করে মাস্কের সন্তান ধারণ করতে হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে একাধিক মহিলাকে।
'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর প্রতিবেদন অনুসারে, জাপানের ২৬ বছর বয়সি এক মহিলাকেও নিজের বীর্য দান করেছেন টেসলা সিইও। জাপান প্রশাসনের অনুরোধেই নাকি এমনটা হয়েছে। মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেছিলেন যে তিনি গত বছরের সেপ্টেম্বর মাসে মাস্কের ১৩তম সন্তানের জন্ম দিয়েছেন। অ্যাশলেকে প্রাথমিকভাবে প্রতি মাসে ১ লক্ষ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি মাস্কের নাম প্রকাশ্যে আনায় এই পরিমাণ কমিয়ে ২০ হাজার মার্কিন ডলার করে দেওয়া হয়েছে। সেই অ্যাশলে সেন্ট ক্লেয়ারকেই ফের গর্ভবতী করার কথা বলেছেন মাস্ক। এক বার্তায় ইলন মাস্ক বলেছিলেন, 'আমি আবার তোমাকে ধাক্কা দিতে চাই।' মাস্ক বিপর্যয়ের আগে সামরিক স্তরের শক্তি অর্জনের জন্য সারোগেট ব্যবহারের পরামর্শও দিয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-K2-18 b: ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব! আবিষ্কারের পথে বিজ্ঞানীরা, দলে ভারতীয় বংশোদ্ভূতও
এমনিতেই মাস্কের চার সঙ্গিনী রয়েছেন। জাস্টিন উইলসন, গায়িকা-গীতিকার গ্রিমস, নিউরোলিঙ্কের ডিরেক্টর শিভোঁ জিলিস এবং লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার। সব মিলিয়ে কমপক্ষে ১৪ সন্তানের বাবা হয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তি।এই চার মহিলার গর্ভে জন্ম নিয়েছে টেসলা কর্তার সন্তানরা।মাস্কের ঘনিষ্ঠ সূত্রে খবর, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। অন্যদিকে টিফানি ফং নামে আরও এক ইনফ্লুয়েন্সার দাবি করেন, মাস্কের সন্তানের জন্ম দেওয়ার প্রস্তাব এসেছিল তাঁর কাছেও। বিষয়টি নিয়ে সরব হওয়ার পরেই সোশাল মিডিয়ায় তাঁকে আনফলো করে দেন এক্স সিইও। একাধিক মহিলা দাবি করেছেন, মাস্কের তরফে খুব গোপনে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। জানা গিয়েছে, চুক্তি অনুসারে সন্তান ধারণ করলেও বাবা হিসাবে মাস্কের নাম প্রকাশ্যে আনা যাবে না।
আরও পড়ুন-K2-18 b: ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব! আবিষ্কারের পথে বিজ্ঞানীরা, দলে ভারতীয় বংশোদ্ভূতও
তবে ওয়াল স্ট্রিট জার্নালের এই মাস্কের নজর এড়ায়নি। তিনিও একটি পোস্টে লিখেছেন, 'টিএমজেড >> ডব্লিউএসজে'। টিএমজেড হল একটি গুজব ছড়ানোর ওয়েবসাইট, যারা সেলিব্রিটিদের নিয়ে নিত্যনতুন প্রকাশ করে। মাস্ক মনে করেন, বিশ্বজুড়ে কমছে সন্তান জন্মের হার। ফলে ধ্বংস হয়ে যেতে পারে মানবসভ্যতা। তাই বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তিদের উচিত যত বেশি সম্ভব সন্তানের জন্ম দেওয়া। এতেই মানবজাতি সুরক্ষিত থাকবে। তাই এমন অভিনব পদক্ষেপ নিয়েছেন ধনকুবের।