বাংলা নিউজ > ঘরে বাইরে > RJD on Tejashwi: উন্নয়নে মহাজোট সরকারে তেজস্বীর ভূমিকা কতটা, নীতীশের পদত্যাগের দিন বিজ্ঞাপন RJD-র
পরবর্তী খবর
RJD on Tejashwi: উন্নয়নে মহাজোট সরকারে তেজস্বীর ভূমিকা কতটা, নীতীশের পদত্যাগের দিন বিজ্ঞাপন RJD-র
1 মিনিটে পড়ুন Updated: 28 Jan 2024, 07:39 PM ISTChiranjib Paul
জেডি (ইউ) বিজেপির সঙ্গে হাত মেলানোর পর, তাঁর সাংবাদমাধ্যকে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় তেজস্বী জানিয়েছেন, তিনি এবং তাঁর দল সব সময় জোট ধর্ম পালন করেছেন, রাজ্য উন্নয়নের জন্য কাজ করেছেন।
আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব (ফাইল ছবি)
নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) রবিবার বিহারে নতুন সরকার গঠনের জন্য বিজেপির সঙ্গে হাত মেলাতেই মাঠে নেমে পড়ল প্রধান বিরোধী দল হয়ে যাওয়া রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। তারা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে, রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প শুরু করার ক্ষেত্রে তারা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
রাজ্যের সমস্ত প্রধান সংবাদপত্রের এই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের ছবি এবং ট্যাগ লাইন লেখা ‘ধন্যবাদ তেজস্বী’। আরও একটি বিজ্ঞাপনে শিরোনামে লেখা, 'আপনে কহা, আপনে কিয়া অউর হি করেঙ্গে (আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি করেছেন এবং আপনি করবেন)'। আরজেডি প্রধান লালু যাদবের ছোট ছেলে ৩৪ বছর বয়সী তেজস্বী কী ভাবে শিক্ষক নিয়োগ, জাত গণনা এবং নিয়োগের মাধ্যমে ৪ লক্ষ কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি পালন করছেন।
জেডি (ইউ) বিজেপির সঙ্গে হাত মেলানোর পর, তাঁর সাংবাদমাধ্যকে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় তেজস্বী জানিয়েছেন, তিনি এবং তাঁর দল সব সময় জোট ধর্ম পালন করেছেন, রাজ্য উন্নয়নের জন্য কাজ করেছেন। তবে তিনি এও বলেন, ' খেলা এখনও শেষ হয়নি। আগামী দিনে বিহারের জন্য বড় রাজনৈতিক চমক অপেক্ষা করছে।' এর আগে জোট ভেঙে যাওয়ার পর সমস্ত সরকারি গাড়ি ফিরিয়ে দেন তেজস্বী।
এই বিজ্ঞাপন প্রসঙ্গে আরজেডি-র রাজ্য সভাপতি জগদানন্দ সিং বলেন, 'কেন আমরা কৃতিত্ব নেব না? তেজস্বী, শিক্ষা, কর্মসংস্থান, সেচ এবং ওষুধ-এর মতো ক্ষেত্রগুলিতে বড় সংস্কারের ক্ষেত্রে আরজেডি-র দেওয়া প্রতিশ্রুতি মতো কাজ করেছে। '
অন্য এক প্রবীণ আরজেডি নেতা আব্দুল বারি সিদ্দিকী বলেন, আসন্ন লোকসভা নির্বাচন এবং ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে উপ-মুখ্যমন্ত্রী হিসাবে তেজস্বী যাদব মহাজোট সরকারে থেকে যে সব উন্নয়নমূলক করেছেন তা তুলে ধরবে। আমাদের লক্ষ্য হল উন্নয়ন এবং সাম্প্রদায়িক শক্তিকে আটকানো। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব।
দলের অন্দরের খবর, কৌশলগত পদ্ধতি হিসাবেই এই বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নীতীশ কুমারের পদত্যাগের কয়েক ঘণ্টা আগে সকালের কাগজে এই বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, যাতে গত দেড় বছরে উন্নয়নের কৃতিত্ব নীতীশ কুমার একা না নিতে পারেন।