কিষাণ মজদুর মোর্চার কোঅর্ডিনেটর সারওয়ান সিং পান্ধের এক ভিডিয়ো বার্তায় বলেন, 'কৃতৃপক্ষ বা প্রশাসনের সঙ্গে সংঘর্ষ বাঁধাতে চাইছি না আমরা। আমরা এটাও বলছি না যে আমরা রাস্তা অবরোধ করব। সরকার নিজেরাই বিগত ২-৩ দিন ধরে রাস্তা বন্ধ করে দিয়েছে।'
পঞ্জাব-হরিয়ানা সীমান্তে কৃষকদের মিছিলে কাঁদানে গ্যাসের শেল ছুড়ল পুলিশ
হরিয়ানার সম্ভু সীমান্ত পরিণত হল রণক্ষেত্রে। কৃষকদের দিল্লি চলো ২.০ ঘিরে কড়া পদক্ষেপ পুলিশের। আন্দোলনরত কৃষকদের দিল্লিতে প্রবেশ করা থেকে রুখতে রাস্তায় কনক্রিটের ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। আর এরই মাঝে কৃষকরা পঞ্জাব-হরিয়ানা শম্ভু সীমানায় পৌঁছলে ড্রোনে করে কাঁদানে গ্যাসের শেল ফাটায় হরিয়ানা পুলিশ। এদিকে আম আদমি পার্টি কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করছে। দিল্লির আপ মন্ত্রী কৈলাশ গেহলট বলেন, 'কৃষকরা ন্যায্য দাবিতে আন্দোলন করছে। দিল্লি পুলিশ আমাদের কাছে আবেদন করেছিল যাতে বাওয়ানা স্টেডিয়ামকে আমরা অস্থায়ী ভাবে কারাগারে পরিণত করতে দিই। আমরা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। দেশের সব নাগরিকেরই শান্তিপূর্ণ ভাবে আন্দোলন বা বিক্ষোভ প্রদর্শনের অধিকার রয়েছে।' (আরও পড়ুন: 'আধার নিষ্ক্রিয় হয়েছে' বলে চিঠি এসেছে? উদ্বেগ ও জল্পনার মাঝে বার্তা দিল UIDAI)
এই আবহে পঞ্জাব থেকে দিল্লিমুখী কৃষকদের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে, এখন এই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হরিয়ানার কৃষকদের। কিষাণ মজদুর মোর্চার কোঅর্ডিনেটর সারওয়ান সিং পান্ধের এক ভিডিয়ো বার্তায় বলেন, 'কৃতৃপক্ষ বা প্রশাসনের সঙ্গে সংঘর্ষ বাঁধাতে চাইছি না আমরা। আমরা এটাও বলছি না যে আমরা রাস্তা অবরোধ করব। সরকার নিজেরাই বিগত ২-৩ দিন ধরে রাস্তা বন্ধ করে দিয়েছে।' এদিকে হরিয়ানা সরকারকে তোপ দেগে আন্দোলনরত কৃষকরা বলে, হরিয়ানাকে কাশ্মীরে পরিণত করা হয়েছে। (আরও পড়ুন: সংকটে থাকা পেটিএম-এর সঙ্গে হাত মেলাতে ইচ্ছুক অ্যাক্সিস ব্যাঙ্ক, তবে যদি...)