গোটা দুনিয়াকে অবাক করে, সিরিয়ার এককালের 'জঙ্গি' তথা বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে 'করমর্দন' করলেন মার্কিন প্রেসিডেন্ট। আহমেদ আল শারার যে শুধু জঙ্গি পরিচিতি রয়েছে তা নয়, সঙ্গে বেশ কিছু তথ্যে দাবি করা হচ্ছে, এককালে লাদেনের আল কায়দার সঙ্গে যোগ ছিল আল শারার। যে লাদেনের আল কায়দা আমেরিকার বুকে ৯/১১র বীভৎস জঙ্গি হানায় বহু মার্কিন নাগরিককে খুন করে। যে লাদেনকে পরে নিকেশও করে জর্জ বুশের আমেরিকা।
একদিকে, ইজরায়েল বনাম হামাস সংঘাত তুঙ্গে। সেই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ২৫ বছরে ট্রাম্পই প্রথম মার্কিন রাষ্ট্রপতি যিনি সিরিয়ার কোনও নেতার মুখোমুখি হলেন। আর সদ্য যে সিরিয়ান প্রেসিডেন্টের তিনি মুখোমুখি হন, সেই আল শারা এককালে ছিল মার্কিন ‘ওয়ান্টেড’ লিস্টে, ছিল ইসলামিস্ট গেরিলা যুদ্ধের অন্যতম মুখ, আর সিরিয়া থেকে বাশার আল আসাদ আমলকে উৎখাত করতে এই আল শারা অন্যতম মুখ হিসাবে উঠে আসে।
সদ্য আল শারার প্রশংসা শোনা যায় ট্রাম্পের মুখে। মার্কিন প্রেসিডেন্ট, তাঁরই দেশের চিহ্নিত করা এককালের ‘ওয়ান্টেড’ জঙ্গি তথা বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট আল শারার প্রশংসায় বলেন,'একজন তরুণ আকর্ষণীয় যুবক। কঠিন যুবক। তাঁর একটি শক্তিশালী পুরনো সময় রয়েছে। খুব শক্তিশালী পুরনো সময়.. যোদ্ধা।' তিনি জানান, সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক ‘খুব ভালো’ হয়েছে।
( ‘কোনও টিউশন নেই, রোজ সর্বোচ্চ ২০ ঘণ্টা নিজে পড়া..’, বলছেন CBSE দশম শ্রেণির ১০০ শতাংশ প্রাপ্ত টপার)