২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক সৃষ্টি করেছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। সেই বিতর্কে দলকে পাশে পাননি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই আবহে আজকে ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে সেনা নিয়ে মুখ খুললেন সাংসদ। আজ তিনি বলেন, 'ভারতীয় সেনার জন্য আমার অপরিসীম সম্মান ও শ্রদ্ধা রয়েছে।' এদিকে গতকাল দিগ্বিজয়ের বিতর্কিত মন্তব্যকে 'অসমর্থন' করা জয়রাম রমেশকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমরা এই নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিয়েছি। এবার প্রধানমন্ত্রীকে গিয়ে প্রশ্ন করুন।' (আরও পড়ুন: মোদীর ওপর BBC-র ডকুমেন্টারি নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের, কী বলল আমেরিকা?)
এর আগে গতকাল জম্মুতে দিগ্বিজয় বলেছিলেন, 'সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে কথা বলে (নরেন্দ্র মোদী সরকার)। (দাবি করে যে) আমরা এত লোক (জঙ্গি) মেরেছি। কিন্তু কোনও প্রমাণ নেই। স্রেফ মিথ্যার আশ্রয়ে এরা (বিজেপি) রাজত্ব করছে। আপনাদের বলতে চাই যে এই দেশ সকলের।' পুলওয়ামা হামলা নিয়েও মুখ খোলেন দিগ্বিজয়। বলেন, 'পুলওয়ামায় হামলা চলল। আমাদের ৪১ জন জওয়ান শহিদ হলেন। কেন তাঁদের শহিদ হতে হল? সিআরপিএফের অধিকর্তা সতর্ক করেছিলেন যে পুলওয়ামা খুবই সংবেদনশীল এলাকা। তাই বিমানে করে শ্রীনগর থেকে দিল্লিতে জওয়ানদের পাঠানো হোক। কিন্তু মোদীজি তা শোনেননি। কেন সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন? এলাকায় প্রতিটি গাড়ি চেক করা হয় । কেন ওই নির্দিষ্ট দিনে স্করপিও গাড়িটি চেক করা হয়নি? একটি গাড়ি ভুল দিক থেকে আসে । কেন তা চেক করা হয়নি? এখনও পর্যন্ত, এই ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য সংসদে দেওয়া হয়নি। মানুষ এই সম্পর্কে সচেতন নয়।'
পরে কংগ্রেসের তরফে দিগ্বিজয়ের মন্তব্যের থেকে দূরত্ব তৈরি করা হয়। দলের তরফে জয়রাম রমেশ বলেন, 'সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দিগ্বিজয় সিং যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ ব্যক্তিগত। তা কংগ্রেসের অবস্থান নয়।' চলতি বছরে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন এবং আগামী বছর লোকসভা নির্বাচন। এই আবহে এই বিতর্কে ঢুকতে চাইছে না কংগ্রেস। এই আবহে আজকে দিগ্বিজয়ও 'সুর বদল' করে সেনার প্রতি নিজের শ্রদ্ধার কথা জানালেন। সেই সময় জয়রাম রমেশ তাঁর পাশেই ছিলেন। এই আবহে জয়রাম রমেশ পালটা কেন্দ্রকেই প্রশ্ন করতে বললেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক