সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়লেন দিল্লির মুখ্য়মন্ত্রী। দিল্লির মুখ্য়মন্ত্রী অতিশী বিজেপির এক নেতার মন্তব্যে অত্যন্ত আঘাত পেয়েছেন। মূলত বিজেপি নেতা রমেশ বিধুরি। দিল্লির সিএমের বাবাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে খবর। তারপরই সেকথা বলতে গিয়ে সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়েন দিল্লির সিএম। এই ধরনের নোংরা রাজনীতি করার জন্য় তিনি বিজেপি নেতার তীব্র সমালোচনা করেন।
এদিকে আসন্ন ভোটে অতিশীর বিরুদ্ধে লড়তে নামছেন রমেশ। রবিবার দিল্লির রোহিনীতে এক জনসভায় বক্তব্য রাখছিলেন রমেশ। সেই সময় তিনি অতিশীর বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দেন। সেখানে তিনি বলেছিলেন মারলেনা থেকে সিং হয়েছেন তিনি( অতিশী)। নিজের নাম বদলেছেন। কেজরিওয়াল শপথ নিয়েছিলেন দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের সঙ্গে তাঁর সন্তানদের যেতে দেবেন না। কিন্তু মারলেনা বাবা বদলেছেন। আগে তিনি মারলেনা ছিলেন। এখন তিনি সিং হয়েছেন। এটাই তার চরিত্র।
এদিকে রমেশের এই কথার জবাব দিতে গিয়ে কেঁদে ফেলেন অতিশী। তিনি বলেন, আমি রমেশ বিধুরিকে বলতে চাই, আমার বাবা সারা জীবন শিক্ষকতা করেছেন। তিনি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের হাজার হাজার শিশুকে শিক্ষা দিয়েছেন। এখন তার বয়স ৮০ বছর। তিনি এখন অসুস্থ। সাহায্য ছাড়া এক পাও হাঁটতে পারেন না। এরপর কান্না চাপতে পারেননি তিনি। তিনি কিছুটা চুপ করে থাকেন। বার বার তিনি নিজেকে সামলানোর চেষ্টা করেন। আপনি ভোটে জয়ের জন্য এত নোংরা কাজ করতে পারলেন? বৃদ্ধকে গালিগালাজ করতে হল এতটা নীচে নেমে গিয়েছেন? এরপর জল খান তিনি। এই দেশের রাজনীতি এতটা নীচে নামতে পারে আমি কখনও ভাবিনি। জানিয়েছেন অতিশী।