'আইএমএফ যে পাকিস্তানকে অর্থ দিয়েছে, সেটা পরোক্ষভাবে সন্ত্রাসবাদকেই মদত দেওয়া।' গুজরাটের ভুজ বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়ে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আজি জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জম্মু ও কাশ্মীরের পর শুক্রবার গুজরাটে ভুজের বায়ুসেনা ঘাঁটি পরিদর্শ করেছেন রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের পর সেনাবাহিনীর মনোবল বাড়াতে সীমান্ত এলাকাগুলি সফর করছেন তিনি।পাশাপাশি, অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলে ভারতীয় সেনার প্রশংসা করতেও দেখা যায় তাঁকে।
আরও পড়ুন-'আপনার উচিত...,'কর্নেল সোফিয়াকে বিতর্কিত মন্তব্য, মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রীকে ভর্ৎসনা SCর
বায়ুসেনা ঘাঁটি থেকেই পাকিস্তানকে নিশানা করে রাজনাথ সিং বলেন, ‘২৩ মিনিটই যথেষ্ট ছিল। যতক্ষণে মানুষ প্রাতঃরাশ করেন, ততক্ষণে ভারতীয় বায়ুসেনা দেশের শত্রুদের শেষ করে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জমানায় প্রতিরক্ষা বিষয়ে ভারতের ভাবনা ও কার্যক্ষমতার অনেক পরিবর্তন হয়েছে। এই ক্ষেত্রে আমরা ভগবান রামের আদর্শেই চলি। তবে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। এটা ট্রেলার ছিল, সঠিক সময় গোটা পিকচার দেখাব।’ সেনার উদ্দেশ্যে রাজনাথ বলেন, আপনারা শত্রুদের দেশে গিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। এর প্রতিধ্বনি কেবল ভারতেই সীমাবদ্ধ ছিল না, সমগ্র বিশ্ব তা শুনেছে। সেই প্রতিধ্বনি কেবল ক্ষেপণাস্ত্রের নয় বরং ভারতীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের বীরত্বেরও ছিল।'
আরও পড়ুন-'আপনার উচিত...,'কর্নেল সোফিয়াকে বিতর্কিত মন্তব্য, মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রীকে ভর্ৎসনা SCর
সম্প্রতি উত্তেজনার আবহে ভারতের প্রবল আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার ঘোষণা করেছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)। এবার সেই ঋণ নিয়ে প্রকাশ্যে সরব হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। তাঁর দাবি, 'আইএমএফ পাকিস্তানকে অর্থসাহায্য করছে মানে পরোক্ষে সেই সন্ত্রাসবাদকেই মদত দেওয়া হচ্ছে। পাকিস্তানকে যে কোনও ধরনের সাহায্য করার অর্থ সরাসরি সন্ত্রাসবাদীদের অর্থসাহায্য করা। তাই এই রকম পরিস্থিতিতে কোনও ভাবেই ওদের কোনও রকম আর্থিক সহায়তা করা উচিত নয়। আমরা চাই, আইএমএফ যেন পাকিস্তানের হাতে টাকা তুলে দেওয়ার আগে একবার পুনর্বিচার করে। ভারত আইএমএফ-কে যে সহায়তা করে, সেই টাকাই ঘুরপথে সন্ত্রাসবাদে মদত দিতে ব্যবহার হোক, তা কখনওই গ্রহণযোগ্য নয়।'
তিনি আরও বলেন, 'পাকিস্তান এমন অবস্থায় পৌঁছেছে যে তারা আইএমএফের কাছ থেকে ঋণ চেয়েছে। অন্যদিকে, ভারত সেইসব দেশের শ্রেণীতে পড়ে যারা দরিদ্র দেশগুলিকে সাহায্য করার জন্য আইএমএফকে তহবিল সরবরাহ করে।'