প্রায় তিন ঘণ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইতি টানলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সেই বৈঠকে জট কাটল না রাশিয়া-ইউক্রেন সংঘাতের। সেই নিয়ে চর্চার মধ্যেই দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাতের বেশ কিছু মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার মধ্যে পুতিনের বিমানে সামনে মার্কিন সেনার নতজানু হওয়ার ভিডিয়োটি বেশি নজর কেড়েছে। তাছাড়াও যৌথ সাংবাদিকে পুতিন জানান, বিমান থেকে বেরিয়ে এসে তিনি ট্রাম্পকে বলেন যে 'আপনাকে সুস্থ দেখে এবং জীবিত থাকতে দেখে ভালো লাগছে।'
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থেকে ইউরোপিয়ান ইউনিয়নের নিরাপত্তা-সহ একাধিক বিষয় নিয়ে আলাস্কায় দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন হয়েছিল। সোমবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মহা-অভ্যর্থনা জানাতে কোনও ত্রুটি রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বৈঠক হলেও, শেষ পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছতে পারেননি দুই রাষ্ট্রনেতা। বরং পুতিনকে আপ্যায়নে কোনও খামতি না রাখলেও, ট্রাম্পকে কার্যত খালি হাতেই ফিরতে হয়েছে বলে মত কূটনীতিকদের একাংশের।২০১৮ সালের পর এই প্রথম সরকারি ভাবে মুখোমুখি হন ট্রাম্প ও পুতিন। আলাস্কায় পুতিনকে স্বাগত জানাতে তাই হাজির ছিলেন খোদ ট্রাম্প। বিমানঘাঁটিতে রেড কার্পেট পাতা হয়, যার উপর দিয়ে হেঁটে আসেন দুই রাষ্ট্রনেতা। বস্তুত, ২০২২ সালে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখলেন পুতিন। হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান ট্রাম্প। করমর্দন করে হাসিমুখে ছবিও তোলেন দু’জন। কিন্তু সবচেয়ে বেশি নজর কাড়ে একটি দৃশ্য, যেখানে পুতিনের বিমানের সিঁড়ির ঠিক নীচে নতজানু অবস্থায় বসে থাকতে দেখা যায় মার্কিন সৈনিকদের। পুতিনের জন্য যে রেড কার্পেট পাতা হয়েছিল বিমানঘাঁটিতে, সেটিকে টানটান রাখতেই কয়েকজন মার্কিন সেনা হাঁটু গেড়ে বসে যান। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে।
রুশ প্রেসিডেন্টের জন্য মার্কিন সেনাদের নতজানু অবস্থান মোটেই ভালভাবে নেননি যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকরা। এমনকী বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে ইউক্রেনেও। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে কটাক্ষ করে ইউক্রেনের স্টেট এজেন্সি ফর রেস্টোরেশন অ্যান্ড ইনফ্র্যাস্ট্রাকচার ডেভলপমেন্টের প্রাক্তন প্রধান মুস্তাফা নায়েম লেখেন, ‘নতজানু হওয়াকে আবারও মহান করে তুলুন।' ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ স্লোগান নিয়েই কটাক্ষ ছুড়ে দেন নায়েম। ইউক্রেনের এক সেনা অলেকজান্ডার সোলোঙ্কো বলেন, 'মার্কিন সেনার জন্য দুঃখ হচ্ছে। পুতিনের জন্য রেড কার্পেট পাততে বাধ্য করা হল ওঁদের। কেউ এত অপমানিত হোন চাই না আমি।'
শুধু তাই নয়, আলাস্কায় পুতিনের অভ্যর্থনার আয়োজনে ছিল মার্কিন যুদ্ধবিমানেয় এক নজরকাড়া মহড়া।অভ্যর্থনা জানাতে পুতিনের মাথার ওপর দিয়ে একটি বি-২ স্টেলথ বোমারু বিমান উড়িয়েছেন ট্রাম্প। যদিও রাশিয়ার সঙ্গে আলোচনার আগে তার শক্তি প্রদর্শনের জন্য ট্রাম্প ব্যক্তিগতভাবে এই বিমান মহড়ার নির্দেশ দিয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, যেখানে রাশিয়াও একটি পারমাণবিক শক্তিধর দেশ। পেন্টাগনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।এলমেনডর্ফ-রিচার্ডসনে দুই রাষ্ট্রনেতা রেড কার্পেট দিয়ে হেঁটে যান।তখনই দুই পাশে চারটি ফাইটার জেট-সহ একটি বি-টু স্পিরিট বোমারু বিমান তাদের মাথার ওপর দিয়ে উড়ে যায়। বি-টু স্পিরিটের দুইপাশে ছিল চারটি এফ-৩৫ যুদ্ধবিমান। এছাড়া রেড কার্পেটের পাশে রাখা ছিল দুটি এফ-২২ ফাইটার জেট।