
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে লকডাউনের মাঝে বিয়ের তোড়জোড় করতে গিয়ে গ্রেফতার হলেন ওডিশার কন্ধমলবাসী দুই যুবক।
সোমবার রাতে কন্ধমল জেলার ফিরিঙ্গিয়া থানার অধীনস্থ নুয়াপাড়া গ্রামের পরমেশ্বর ভুক্তাকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ৬০-৮০ জনকে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর অভিযোগ উঠেছে।
একই রাতে গ্রেফতার করা হয়েছে ওই জেলার গোচ্ছাপাড়া থানার অধীনস্থ খাজুরিগাঁও গ্রামের বাসিন্দা বিজু কানহার নামে এক আদিবাসী তরুণকে। তাঁর বিরুদ্ধে বরযাত্রীদের নিয়ে শোভাযাত্রার করার অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় গ্রোেফতার করা হয়েছে বিজুর ভাইকেও।
এ ছাড়া কন্ধমল জেলা থেকে এ দিন ১১ জনকে গ্রেফতার করা হয়েছে লকডাউনের মাঝে দোকান খোলা রাখার অভিযোগে। ভদ্রক জেলা থেকে লকডাউন অমান্য করার কারণে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ওডিশায় করোনাভাইরাস সংক্রমণের জেরে সামাজিক দূরত্ব তৈরি করতে সাত জনের বেশি জনসমাগমের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
Covid-19 2020 নিয়মাবলী অনুসারে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে যে কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার বিধান রয়েছে। দোষী প্রমাণিত হলে শাস্তি হিসেবে ৬ মাস পর্যন্ত হাজতবাস এবং আর্থিক জরিমানা ধার্য করার বিধানও রয়েছে ব্রিটিশ আমল থেকে চালু মহামারী দমন আইনে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports