সংঘর্ষ বিরতি সমঝোতা হয়েছিল। কিন্তু শনিবারই সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। তবে গোটা বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখছে না ভারত।
রবিবার ভারতীয় সেনার তরফে এক্স হ্যান্ডলে গোটা বিষয়টি তুলে ধরা হয়েছে। অপারেশন সিঁদুর নাম দিয়ে লেখা হয়েছে গোটা বিষয়টি।
‘১০ ও ১১ মের মধ্যবর্তী রাতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন ও আকাশসীমা লঙ্ঘনের ফলাফল পর্যালোচনা করেছেন সেনাপ্রধান। ওয়েস্টার্ন বর্ডারের আর্মি কমান্ডারদের নিয়ে তাঁরা গোটা বিষয়টি পর্যালোচনা করেছেন। সেনা প্রধান আর্মি কমান্ডারদের পুরো কর্তৃত্ব আরোপ করেছেন যে প্রত্যাঘাতের ব্যাপারে যদি ১০ মে ২০২৫ সালের ডিজিএমও স্তরে যে বোঝাপড়া হয়েছিল তা যদি লঙ্ঘন করা হয়।’
এদিকে জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে, এমন কড়া বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্য়েই এবার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও এবার কড়া বার্তা দিলেন।
কার্যত ভারতীয় সেনা যে কোনওভাবেই জঙ্গি দমন থেকে পিছিয়ে আসেনি সেটা আরও একবার ইঙ্গিত মিলল। কোনওভাবে যদি সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান তবে তার পরিণাম যে ভয়ঙ্কর হবে তার ইঙ্গিত মিলেছে।
এদিকে ভারতীয় বায়ু সেনাও (আইএএফ) রবিবার ঘোষণা করেছে যে তারা অপারেশন সিঁদুর চলাকালীন তার নির্ধারিত মিশনগুলি সফলভাবে সম্পন্ন করেছে, কৌশলগত উদ্দেশ্যগুলি নির্ভুলতার সাথে পূরণ করেছে এবং আরও নিশ্চিত করেছে যে অপারেশনগুলি ‘এখনও চলছে’।
অর্থাৎ অপারেশন সিঁদুর যে চলছে সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারতের বায়ুসেনা। সেক্ষেত্রে সমস্ত প্রত্যাঘাত. জঙ্গিদের বিরুদ্ধে অভিযান ছেড়ে বেরিয়ে এল ভারত এমন ভাবার কোথাও কোনও সুযোগ নেই।
সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলেই হবে কাউন্টার অ্যাকশন। রবিবারই সেনা প্রধান যাবতীয় পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সেই সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে এবার ভারত যে বড় কাউন্টার অ্য়াকশনে যাবে সেটাও স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আর তার জন্য় কমান্ডারদের পুরো খোলা কর্তৃত্ব দেওয়া হয়েছে।
এর আগে শনিবার বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়ে দিয়েছিলেন, গত কয়েকঘণ্টা ধরে সন্ধ্যাবেলায় যে সমঝোতা হয়েছিল তা বার বার ভঙ্গ করার ঘটনা হয়েছে।
সশস্ত্র বাহিনী তার উপযুক্ত জবাব দিয়েছে। আমরা পাকিস্তানকে বলছি এনিয়ে এবার উপযুক্ত পদক্ষেপ নিন, অত্যন্ত গুরুত্ব দিয়ে, দায়িত্ববানের মতো পরিস্থিতি সামলান।
তবে শেষ পর্যন্ত পাকিস্তান কতদিন সংযত থাকবে সেটাই এবার দেখার। সেদিকেই তাকিয়ে আছে বিভিন্ন মহল।