সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্রের উচ্চমাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হল। একাধিক রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রের বুলধানা জেলায় প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। পরীক্ষা শুরুর আগেই অঙ্কের প্রশ্নপত্রের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় বলে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে বিজেপি-শিবসেনা শাসিত রাজ্যের বিধানসভায় ঝড় ওঠে। ইতিমধ্যে সেই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।
শুক্রবার মহারাষ্ট্র বোর্ডের উচ্চমাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। একাধিক রিপোর্ট অনুযায়ী, অঙ্ক পরীক্ষা শুরুর আগেই একটি টিভি চ্যানেলে ছবি দেখিয়ে দাবি করা হয় যে অঙ্কের প্রশ্নপত্রের দুটি পৃষ্ঠা ফাঁস হয়ে গিয়েছে। যা সকাল ১০ টা ৩০ মিনিটে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বলে দাবি করা হয়। তারপরই শুরু হয় তুমুল হইচই।
বিষয়টি নিয়ে মহারাষ্ট্র বিধানসভায় একপ্রস্থ হট্টগোল হয়। সরকারের বিরুদ্ধে আঙুল তোলেন বিরোধী বিধায়করা। আক্রমণ শানান এনসিপি, কংগ্রেস নেতানেত্রীরা। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা অজিত পাওয়ার বিষয়টি উত্থাপন করেন এবং সেই বিষয়টি নিয়ে অবিলম্বে সরকারকে কঠোর পদক্ষেপ করার দাবি তোলেন। একইসুরে কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড় প্রশ্ন করেন, কীভাবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যেতে পারে? কারণ পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে পড়ুয়াদের হাতে প্রশ্নপত্র দেওয়া হয়।
বিরোধীদের আক্রমণের মুখে মন্ত্রী রাধাকৃষ্ণ ভিকে পাটিল জানান, এরকম ঘটনায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি বলেন, 'অবশ্যই কঠোর পদক্ষেপ করতে হবে এবং দায়ভার গ্রহণ করতে হবে। শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং উপযুক্ত পদক্ষেপ করা হবে।'
তারইমধ্যে প্রশ্নফাঁসের ঘটনায় রাতের দিকে এফআইআর রুজু করেছে পুলিশ। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এক আধিকারিক জানিয়েছেন যে শিক্ষা বিভাগের স্থানীয় আধিকারিকদের অভিযোগের ভিত্তিতে বুলধানার (ওই জেলায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩১,০০০) সিন্ধখেদ্রাজা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। যারা প্রশ্নপত্র ফাঁস করেছে, তাদের পাকড়াও করতে তল্লাশি চলছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )