Chinese Flu Lockdown: এ কী চলছে চিনে? ফ্লু-এর প্রকোপে কোভিড লকডাউনের মতো পরিস্থিতি জিনপিংয়ের দেশে
1 মিনিটে পড়ুন Updated: 12 Mar 2023, 07:40 AM ISTএবছরের জানুয়ারি মাসে কোভিড ভয়াবহ আকার ধারণ করেছিল চিনে। তবে ফেব্রুয়ারিতে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তবে আবারও ফ্লু-এর প্রকোপে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে চিনে। জানা গিয়েছে, চিনের উত্তর-পশ্চিমী শহর শিয়ানে ইতিনমধ্যেই কোভিডের মতো লকডাউন জারি করা হয়েছে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ রুখতে।
এবার ফ্লু-এর প্রকোপে কোভিড লকডাউনের মতো পরিস্থিতি জিনপিংয়ের দেশে