
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী হবেন ডিকে শিবকুমার। এমনই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের কংগ্রেস বিধায়ক বাসভারাজু ভি শিবগঙ্গা। সম্প্রতি কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। আর তার জেরে দলের অন্দরেই সমালোচনার মুখে পড়েন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু ডিকে শিবকুমার বুধবার বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এমন কোন ঘটনা ঘটেনি এবং তিনি কংগ্রেসেই আছেন। (আরও পড়ুন: 'দলের কেউ… কিছু করার চেষ্টা…', ব্যাগে মেয়ের দেহ উদ্ধার নিয়ে বিস্ফোরক হিমানীর মা)
আরও পড়ুন: ‘মোটা’ রোহিত শর্মাকে ‘বিমার’ কংগ্রেস নেত্রীর, ফ্রি হিটে ছক্কা হাঁকাতে চাইছে BJP
এই আবহে কর্ণাটকের কংগ্রেস বিধায়ক বাসভারাজু ভি শিবগঙ্গা দাবি করেছেন, উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ডিসেম্বরের মধ্যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন। শুধু তাই নয়, আগামী সাড়ে ৭ বছর তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদে থাকবেন। একই সঙ্গে কংগ্রেস পরবর্তী বিধানসভা নির্বাচনেও জিতবেও।কংগ্রেস বিধায়ক আরও জোর দিয়ে বলেন, 'আমি রক্তে লিখে দিতে পারি সে ডিকে শিবকুমার ডিসেম্বরের মধ্যেই মুখ্যমন্ত্রী হবেন। যদি তিনি ডিসেম্বরে রাজ্যের দায়িত্ব নেন, তাহলে পরবর্তী পাঁচ বছরের মেয়াদে প্রশাসন পরিচালনা করবেন। ডিকে শিবকুমার ইতিহাস তৈরি করেছেন। তিনি দলকে সংগঠিত করেছেন, তাঁর সম্পত্তি বিনিয়োগ করেছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার নীরবতা বা সংযমকে দুর্বলতা ভাবা ভুল। কংগ্রেস হাইকমান্ড সবটাই জানে।' (আরও পড়ুন: রোহিত শর্মা বিতর্কে 'হিটউইকেট' কংগ্রেস,ভারত অধিনায়ককে নেত্রীর 'অপমান' নিয়ে দল বলল…)
আরও পড়ুন: ব্যাগ থেকে পাওয়া কংগ্রেস কর্মী হিমানী খুনে ধৃত ১, উদ্ধার হারিয়ে যাওয়া মোবাইল
অন্যদিকে, কংগ্রেস বিধায়কের মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য রাজতিনিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত দু’বছর আগে কর্ণাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পরে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে সিদ্দারামাইয়া-শিবকুমারের দ্বন্দ্ব বেধেছিল। শেষ পর্যন্ত কংগ্রেস হাইকমান্ডের হস্তক্ষেপে শিকে ছিঁড়েছিল সিদ্দারামাইয়ার কপালে। যদিও প্রকাশ্যে কখনও এ বিষয়ে ক্ষোভ জানাননি শিবকুমার। বরং তেলাঙ্গানা, হিমাচল প্রদেশের মতো রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব মেটানোর দায়িত্ব পেয়েছেন তিনি। কিন্তু চলতি ঘটনাপ্রবাহের জেরে তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের আগে পরীক্ষাকেন্দ্রে TMC নেতার জন্মদিন পালনের অভিযোগ, তোপ সুকান্তর
উল্লেখ্য, শিবরাত্রির অনুষ্ঠানে যোগ দিতে বুধবার তামিলনাড়ুর কোয়ম্বত্তূরে গিয়েছিলেন ডিকে শিবকুমার। ঈশা ফাউন্ডেশনের যোগ সেন্টারে সংস্থার প্রতিষ্ঠাতা-প্রধান সদ্গুরু শ্রী জাগ্গি বাসুদেবের সঙ্গে সাক্ষাতের পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন। আর তার জেরে সমালোচনার মুখে পড়েন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী।ঘটনাচক্রে, কোয়ম্বত্তূরের ঈশা যোগ সেন্টারে শিবরাত্রি পালনের ওই উৎসবে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। আর তাই নিয়েই তৈরি হয় সংশয়।যদিও শিবকুমার বলেন, 'আমি জন্মসূত্রে কংগ্রেসি, এবং আমার অবস্থান হল, আমি সব ধর্ম ও সংস্কৃতিকে সম্মান করি। কংগ্রেসের আদর্শ সকলকে একত্রিত করা। সোশ্যাল মিডিয়ায় যে গুজব ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়।'
৳7,777 IPL 2025 Sports Bonus