বাংলা নিউজ > ঘরে বাইরে > মাসুদ আজহারের ভাইয়ের বিরুদ্ধে কড়া কেন্দ্র,জইশ নেতাকে জঙ্গি তকমা শাহের মন্ত্রকের
পরবর্তী খবর
ইউএপিএ-র অধীনে এবার জঙ্গি ঘোষণা করা হল মাসুদ আজহারের ভাই অমর আলভিকে। পুলওয়ামা হামলার মূল চক্রী মাসুদ আজহার বর্তমানে পাকিস্তানে ‘গৃহবন্দি’ রয়েছে। মাসুদের সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গেই যুক্ত তার ভাই আলভি। উল্লেখ্য, ৩৯ বছর বয়সি আলভিও ২০১৯ সালের পুলওয়ামা হামলার সাথে জড়িত ছিল। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আলভিকেও জঙ্গিদের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।