গত মঙ্গলবার তেলাঙ্গানার সরকারি স্কুলের খাবারে টিকটিকি থাকায় অসুস্থ হয়ে পড়েছিল প্রায় ৩৫ জন পড়ুয়া। সেই ঘটনায় এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এ বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে তেলাঙ্গানা সরকারকে ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে রাঁধুনি ও তাঁর সহকারীকে। তাছাড়া, স্কুলের হস্টেলের কেয়ারটেকার ও স্পেশাল অফিসারকেও শোকজ করা হয়েছে। আর এবার কড়া পদক্ষেপ করতে বলল কেন্দ্র।
আরও পড়ুন: টিকটিকি থাকা মিড ডে মিল খেয়ে অসুস্থ ৩৫, হেড স্যারের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
শিক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, তেলাঙ্গানার মডেল স্কুলের ব্রেকফাস্টে টিকটিকি পাওয়ার ঘটনায় বিভিন্ন মিডিয়া রিপোর্টের বিষয়ে কেন্দ্রের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ পরিস্থিতিটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। রাজ্য সরকার বলছে, এই ঘটনা ঘটেছে মডেল স্কুলের হস্টেলে। এটি প্রধানমন্ত্রী পোষণ স্কিমের আওতায় আসে না। হস্টেলে ব্রেকফাস্টের দায়িত্ব রাজ্য সরকারের। বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্য সরকার অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে।
এর পাশাপাশি স্কুলগুলিতে খাবারের গুণগত মান ঠিক রাখার এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পরিবেশন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। শিক্ষা মন্ত্রক বলেছে, পিএম পোষণ স্কিমের অধীনে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারি স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহ করা হয়। সমস্ত আধিকারিকদের খাবারের মানের দিকে বিশেষ যত্ন নেওয়ার জন্য এবং সঠিকভাবে রান্না করার পরেই স্কুলগুলিতে খাবার পরিবেশন করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার তেলাঙ্গানার মডেল স্কুলের হস্টেলে সকালের খাবার পরিবেশন করার পরেই তোলপাড় পড়ে গিয়েছিল। খাবারে পাওয়া গিয়েছিল একটি করা টিকটিকি। তখন শুধু স্কুলেই নয়, গোটা রাজ্যে তোলপাড় শুরু হয়। সেই খাবার খাওয়ার পর একে একে অসুস্থ হয়ে পড়ে ৩৫ জন পড়ুয়া। তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। সকলেই বমি বমি ভাবের মতো সমস্যায় ভুগতে শুরু করে। এই ঘটনার পর অনেকেই কেন্দ্রের দিকে আঙুল তুলতে শুরু করেন। তবে শিক্ষা মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, যে প্রধানমন্ত্রী পোষণ স্কিমের আওতায় শুধুমাত্র স্কুলগুলিতে মিড-ডে মিল দেওয়া হয়। হস্টেলে মিড ডে মিল বা খাবার দেওয়া হয় না।