CBI in Rabri Devi's Home: রেলের নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাবড়ি দেবীর বাসভবনে হানা CBI-এর, চলছে জেরা
1 মিনিটে পড়ুন Updated: 06 Mar 2023, 12:30 PM ISTঅভিযোগ, লালু প্রসাদ যাদব যখন ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন, তখন জমির বিনিময়ে গ্রুপ-ডি পদের ‘সাবস্টিটিউট’ হিসাবে বেশ কয়েকজনকে নিয়োগ করা হয়েছিল। পরে তাঁদের চাকরি স্থায়ী করা হয়। এর প্রেক্ষিতে সম্প্রতি সিবিআই-এর তরফে নয়া মামলা করা হয়েছে লালু, রাবড়ি দেবী, লালুর দুই কন্যা এবং আরও ১২ জনের নামে।
জমির বদলে রেলে নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাবড়ি দেবীর বাসভবনে হানা CBI-এর