এবার মারুতি সুজুকি ইন্ডিয়ার একাধিক গাড়ির দাম বাড়তে চলেছে ১ ফেব্রুয়ারি থেকে। এর মধ্যে সেডান সেকশনে 'ডিজায়ার' মডেলের গাড়ির দাম বাড়তে চলেছে। ২০২৪ সালে বাজারে আসা মারুতি ডিজায়ারের নবতম সংস্করণের দাম শুরু হচ্ছে ৬.৭৯ লাখ টাকা থেকে। এই সংস্করণের সর্বোচ্চ ফিচার যুক্ত গাড়ির দাম ১০.১৪ লাখ। জানা গিয়েছ, এই আবহে ডিজায়ারের দাম ১০ হাজার টাকা পর্যন্ত বাড়বে। ১ ফেব্রুয়ারি থেকে এই মূল্যবৃদ্ধি কার্যকর হতে পারে। এদিকে হন্ডা আমেজ মডেলের গাড়িগুলিরও দাম বাড়তে পারে ১ ফেব্রুয়ারি থেকে। বর্তমানে এই গাড়ির ন্যূনতম দাম ৭.৯৯ লাখ টাকা থেকে শুরু হচ্ছে। এই গাড়ির সর্বোচ্চ ফিচার যুক্ত মডেলের দাম ১০.১১ লাখ টাকা হতে পারে। (আরও পড়ুন: যৌথ সংসদীয় কমিটির অনুমোদন পেল ওয়াকফ বিল, বিরোধীদের ৪৪ সংশোধনীই খারিজ)
আরও পড়ুন: ডিএ নিয়ে বড় পরিবর্তন আসবে এবার? ফিরে আসবে পুরনো বেতন কমিশনের নিয়ম?
আরও পড়ুন: পুরনো আয়কর কাঠামো তুলে দেওয়ার প্রস্তাব SBI-এর, বলল স্বাস্থ্য বিমায় কর ছাড় দিতে
এদিকে রিপোর্ট অনুযায়ী, মারুতি সুজুকির সবথেকে সস্তার গাড়ি অল্টো কে১০-এর দাম এক ধাক্কায় ২০ হাজার টাকা বেড়ে যাবে। উল্লেখ্য, এই গাড়ির এক্স শোরুম দাম রয়েছে ৩.৯৯ লক্ষ টাকা। অন্যদিকে মারুতি সেলেরিও মডেলের দাম এক ধাক্কায় ৩০ হাজার টাকা দাম বেড়ে যাবে। মারুতি ইনভিক্টো গাড়ির দাম ৩০ হাজার টাকা বেড়ে যাবে। মারুতি গ্র্যান্ড ভিতারার দাম ২৫ হাজার টাকা বেড়ে যাবে। মারুতি জিনি এবং সিয়াজের দামও ১৫০০ টাকা করে বাড়বে। মারুতি ব্রেজা গাড়ির দাম ২০ হাজার টাকা পর্যন্ত বাড়তে চলেছে। মারুতি এর্টিগা গাড়ির দাম বাড়বে ১৫ হাজার টাকা। (আরও পড়ুন: লিভ-ইন সম্পর্কে থাকতে হলে এবার করাতে হবে রেজিস্ট্রেশন, নয়ত যেতে হবে জেলে)
আরও পড়ুন: ভারতের থেকে ব্রহ্মোস কেনা প্রায় চূড়ান্ত ইন্দোনেশিয়ার? কত দাম পড়বে মিসাইলের
আরও পড়ুন: নিউ ইয়র্ক ও নিউ জার্সির গুরুদ্বারগুলিতে মার্কিনি অভিযান, কীসের খোঁজ চলছে?
এর আগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত গাড়ির দাম বৃদ্ধি করে হুন্ডাই, মহিন্দ্রা, টাটা, মার্সিডিজ। গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি জানিয়েছে, উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণেই গাড়ির দাম বাড়াতে হয়েছে তাদের। এদিকে আগামী ১ ফেব্রুয়ারি বাজট পেশ হবে। সেই বাজেটে ১২৫সিসি-র বাইকের ওপর থেকে জিএসটি কমানোর দাবি জানান হিরো মোটোকর্পের সিইও নীরঞ্জন গুপ্ত। বর্তমানে ১২৫ সিসি-র বাইকের ওপরে ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়। এই আবহে এই বাইকের ওপর থেকে যদি জিএসটি কমানো হয়, তাহলে দামও কমবে দু'চাকা যানের।