
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এবারের বাজেটে গঙ্গা দুষণে রোধের উপরেও নজর দেওয়া হয়েছে। জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই প্রসঙ্গে বাংলার নাম নিলেন তিনি। তিনি বলেন, মা গঙ্গাকে কেমিক্যালমুক্ত করার কাজে বড় সহায়তা মিলবে। পাশাপাশি তিনি জানিয়েছেন,মা গঙ্গার সাফাইয়ের সঙ্গে সঙ্গে কৃষকদের উপকারের জন্য় একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ এই রাজ্যে গঙ্গার পাড়ে ন্যাচারাল ফার্মিংকে উৎসাহ দেওয়া হবে। বাজেটে এটা সুনিশ্চিত করার চেষ্টা করা হয়েছে যাতে কৃষি লাভজনক হয়। নতুন কৃষি যোজনার জন্য বিশেষ ফান্ডের কথাও উল্লেখ করা হয়েছে। কৃষকের আয় বৃদ্ধির উপরেও জোর দেওয়া হয়েছে বাজেটে, জানিয়েছে মোদী।
প্রসঙ্গত এবার উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ডে ভোট রয়েছে। এদিকে উত্তরপ্রদেশের গঙ্গায় কোভিডের লাশ ভাসানো হয়েছিল বলে বিগত দিনে অভিযোগ উঠেছিল। এনিয়ে অস্বস্তিতে পড়েছিল যোগী সরকার। এবার সেই গঙ্গাকেই দুষণমুক্ত করার কথা উল্লেখ বাজেটে। কার্যত নমামি গঙ্গারই নামান্তর। এমনটাই মনে করছেন অনেকে।
এদিকে বাজেটে গরিব, মধ্যবিত্তের খেটে খাওয়া মানুষদের জন্য কোনও আশার কথার জানানো হয়নি বলে একের পর এক তোপ দাগছেন বিরোধীরা। তখনই সংক্ষিপ্ত বক্তব্যে একেবারে ধরে ধরে বাজেটের নানাদিক সংক্ষিপ্তভাবে তুলে ধরলেন মোদী। পাশাপাশি পরিবেশবক্ষার দিকেও যে এবারের বাজেটে উল্লেখ করা হয়েছে সেকথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মোদীর সাফ কথা এবার পিপল ফ্রেন্ডলি ও প্রগ্রেসিভ বাজেট।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports