ভিডিয়োতে বর ক্যামেরাম্যানের দিকে তাকিয়েছিলেন। তিনি আসলে ভাল ছবি তুলতেই ব্যস্ত ছিলেন। এদিকে সেই সময়েই কনে তাঁকে মিষ্টি এগিয়ে দিচ্ছিলেন। কিন্তু হাঁ করে খেলে যে ছবি, পোজ সব বরবাদ হয়ে যাবে! অগত্যা মিষ্টি বা কনে কাউকেই বিশেষ পাত্তা দেননি তিনি।
ফাইল ছবি: ইনস্টাগ্রাম
বিয়ের পর্বই শেষ হল না। তার মধ্যেই শুরু বর এবং কনের লড়াই। আর তার সূত্রপাতও বেশ মজাদার। মিষ্টি খাওয়ায় অনীহা থেকেই নাকি বিয়ের আসরে হাতাহাতি শুরু করলেন বর-কনে। এমনই এক আজব ভিডিয়ো শেয়ার করেছেন কমেডিয়ান সুনীল গ্রোভার।
এমনটা করার সঙ্গে সঙ্গেই বেশ খচে গেলেন বর বাবাজীও। রেগে গিয়ে চড় চালিয়ে দিলেন তিনি। কিন্তু হার মানতে নারাজ কনেও। তিনিও পাল্টা বরের মুখে সপাচে চড় দিলেন। নারীশক্তি বলে কথা। আঘাত এতই জোর যে, ক্ষণিকের জন্য বর বাবাজী তাঁর গাল চেপে ধরেন।