সোমবার আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল একেবারে বড় দাবি করলেন। দিল্লি ভোটের আগে তাঁর এই নয়া দাবিকে কেন্দ্র করে শোরগোল একেবারে চরমে উঠেছে। তাঁর অভিযোগ হরিয়ানা থেকে যে জল আসছে দিল্লিতে তাতে বিজেপি বিষ মিশিয়ে দিচ্ছে। একেবারে বিস্ফোরক অভিযোগ।
একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। কেজরিওয়াল বলেন, দিল্লিতে হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে পানীয় জল আসে। হরিয়ানা থেকে যমুনা পথে পানীয় জল আসে। বিজেপির হরিয়ানা সরকার দিল্লিতে আসা যমুনার জলে বিষ মিশিয়ে দিয়েছিল। এটা জল বোর্ডের ইঞ্জিনিয়াররা ধরে ফেলেছেন। বর্ডারেই আটকে দিয়েছেন। ভেতরে আসতে দেননি। এটা যদি দিল্লিতে চলে আসত আর পানীয় জলে মিশে যেত তবে না জানি কত মানুষের মৃত্যু হয়ে যেত। গণহত্যা হয়ে যেত। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টেও পরিস্কার করা যেত না। সেকারণেই জলের অভাব হচ্ছিল। এই ধরনের রাজনীতি ঠিক নয়। দু দেশের যুদ্ধের মধ্যে এসব হয়। দিল্লিতে যে জল আসছিল তাতে বিষ মিশিয়ে দিয়েছিল, আর পুরো দায় পড়ে যেত আপের উপর।
সেই সঙ্গেই তিনি বলেন, যতদিন কেজরিওয়াল রয়েছেন, ততদিন দিল্লির মানুষের কোনও ক্ষতি হতে দেব না। সেই সঙ্গেই তিনি জল নিগমের আধিকারিকদের প্রশংসা করেন। তিনি বলেন বিষয়টি আঁচ করেই সীমান্তেই তা বন্ধ করে দেওয়া হয়েছে। কেজরিওয়াল বলেন, যদি এই জল চলে আসত দিল্লিতে আর পানীয় জলের সঙ্গে মিশে যেত তবে জানি না দিল্লির কতজন মারা যেতেন। এটা একেবারে গণহত্য়ার মতো হয়ে যেত। তিনি বলেন, এটা এমন একটা বিষ যে দিল্লির ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টও সেটা পরিস্কার করতে পারত না।