জিএসটি নিয়েকেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সামনে প্রশ্ন তুলেছিলেন কোয়েম্বাটুরের এক প্রসিদ্ধ হোটেল ব্যবসায়ী। পরে তা নিয়ে হোটেল ব্যবসায়ী নির্মলা সীতারামনের কাছে ক্ষমাও চেয়েছিলেন। তার একটি ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপরেই বিতর্কের মুখে পড়ে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে নিশানা করে আসরে নামে কংগ্রেস। বিরোধীদের অভিযোগ, ওই ব্যবসায়ীকে ক্ষমা চাইছে বাধ্য করা হয়েছিল। এবার সেই ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে পোস্ট করার জন্য এক নেতাকে দল থেকে বহিষ্কার করল বিজেপি।
আরও পড়ুন: জিএসটি নিয়ে নির্মলার কাছে অভিযোগ ব্যবসায়ীর, পরে চাইতে হল ক্ষমা! তোপ রাহুলদের
বিজেপির সিঙ্গানাল্লুর জোনাল সভাপতি সতীশকে দল বিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয়েছে। দলের তামিলনাড়ু ইউনিটের প্রধান ভিডিয়োটির জন্য ক্ষমা চাওয়ার একদিন পরে এমন পদক্ষেপ করেছে বিজেপি। উল্লেখ্য, সম্প্রতি দুটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান টাইমস বাংলা) প্রকাশিত হয়েছে, যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, অন্নপূর্ণা হোটেলের ম্যানেজিং ডিরেক্টর শ্রীনিবাসন বিভিন্ন জিএসটি হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থমন্ত্রীর সামনে। দ্বিতীয় ভিডিয়োতে শ্রীনিবাসনকে অর্থমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে।
পরে কংগ্রেস এবং ডিএমকে ব্যাপকভাবে ভিডিয়োটি শেয়ার করে বিজেপির সমালোচনা করে। এটিকে ‘অহংকার’ বলে কটাক্ষ করে বিরোধীরা অভিযোগ তোলেন যে শ্রীনিবাসনকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল।লোকসভার বিরোধী দলের নেতা, রাহুল গান্ধী নরেন্দ্র মোদী সরকারের নিন্দা করেন। অভিযোগ করেছেন যে যখন একজন ব্যবসায়ী জিএসটি নিয়ে জিজ্ঞাসা করেন, তখন তাঁর অনুরোধ ‘অহংকার এবং অসম্মান’ দিয়ে পূরণ করা হয়।’