ঐতিহাসিক বৈঠক। তাতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপে রাখার পুরোদমে চেষ্টা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে সংবাদমাধ্যমের সামনে স্পষ্টত জানালেন, জেলে রাশিয়ার বিরোধী নেতা এবং রাশিয়ার সরকারের সমালোচক অ্যালেক্সি ন্যাভালনির মৃত্যু হলে মস্কোকে ভয়ানক ফল ভুগতে হবে।বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই রাষ্ট্রনেতার বৈঠকের পর বাইডেন দাবি করেন, তিনি পুতিনকে জানিয়ে দিয়েছেন যে ন্যাভালনি, জেলবন্দি মার্কিন-সহ ‘মৌলিক মানবাধিকার’-এর বিষয়টি বরাবর উত্থাপন করবেন। ‘ইতিবাচক’ বৈঠকের মোড়কে পুতিনকে চাপে রাখতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মানবাধিকার সবসময়ই আলোচনার বিষয়বস্তু।’ সঙ্গে যোগ করেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে কীভাবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কথা না বলে থাকতে পারি? আমি আগেও বলেছি, রাশিয়া-সহ অন্য দেশগুলির মতো নয় আমরা। কারণ আমাদের অধিকার সরকারের থেকে আসে না। আমরা সেই অধিকার নিয়ে জন্মগ্রহণ করি। আমরা সেটা সরকারকে জানিয়ে দিই। তাই আমি পুতিনের কাছে স্পষ্ট করে দিয়েছি যে ন্যাভালনির মতো বিষয়গুলিকে আমরা উত্থাপিত করতে থাকব।’ গত বছর অগস্টে সার্বিয়ায় রাজনৈতিক কার্যকলাপ সেরে মস্কোয় আসার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন পুতিনের অন্যতম সমালোচক ন্যাভালনি। যিনি রাশিয়ার সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে একাধিকবার জেলে গিয়েছেন। ৪৪ বছরের রাজনৈতিক নেতা কোমায় আচ্ছন্ন হয়ে পড়েন। তাঁর সমর্থকরা দাবি করেন, চায়ে বিষ মিশিয়ে ন্যাভালনিকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। পরে জার্মানিতে দীর্ঘদিন তাঁর স্নায়ুর চিকিৎসা চলে। শেষপর্যন্ত চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ায় ফেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। আপাতত পুরনো মামলায় আড়াই বছরের জন্য জেলে বন্দি রয়েছেন। যদিও পুতিন পালটা দাবি করেন, ন্যাভালনি যে আইন লঙ্ঘন করছেন, তা তিনি নিজেও জানতেন। সঙ্গে তিনি হিংসায় প্ররোচনা দিয়েছিলেন।তারইমধ্যে বুধবার জেনেভার অষ্টাদশ শতকের একটি বাড়িতে বাইডেন এবং পুতিনের সেই ঐতিহাসিক বৈঠক দীর্ঘক্ষণ চলবে বলে ধারণা ছিল সংশ্লিষ্ট মহলের। কিন্তু যতটা আশা করেছিলেন আধিকারিক, ততক্ষণ চলেনি বৈঠক। বরং তা আগেই শেষ হয়। বৈঠকের পর সাংবাদিক বৈঠক বাইডেন জানান, মুখোমুখি বৈঠকের কোনও বিকল্প হয় না। বলেন, ‘পুরো বৈঠকের মনোভাব ভালো এবং ইতিবাচক ছিল।’ তবে বাইডেন স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘আমি রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনকে জানিয়ে দিয়েছি যে আমার কোনও কর্মসূচি রাশিয়া বা কোনও দেশের বিরোধী নয়, বরং তা আমেরিকার মানুষদের জন্য।’ সেইসঙ্গে বলেন, ‘আমি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে আমাদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন বা আমাদের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর চেষ্টাকে বরদাস্ত করা হবে। আমরা প্রত্যুত্তর দেব। ’