Bangladeshi Rape-Murdered in Karnataka: প্রথমে ধর্ষণ, তারপর খুন করা হল বাংলাদেশি তরুণীকে, দেহ মিলল কর্ণাটকের লেকের পাশে
1 মিনিটে পড়ুন Updated: 25 Jan 2025, 06:36 AM ISTপুলিশ জানিয়েছে, একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন ওই মহিলা। ২৪ জানুয়ারি সকালে স্থানীয়রা নির্জন এলাকায় তাঁর মৃতদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা একজন বিবিএমপি (বেঙ্গালুরু পুরসভা) সাফাই কর্মীর স্ত্রী ছিলেন।