আরও বড় ধাক্কা খেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দল আওয়ামি লিগের কার্যক্রম আগেই নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। আর এবার আওয়ামি লিগের রেজিস্ট্রেশন স্থগিত রাখল নির্বাচন কমিশন। সোমবার রাতে নির্বাচন কমিশনের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যারফলে দলটি পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আওয়ামি লিগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার পর বাংলাদেশ নির্বাচন কমিশনের এই পদক্ষেপ।
আরও পড়ুন: হাসিনার দল আওয়ামি লিগকে নিয়ে বড় সিদ্ধান্ত ইউনুসের, গভীর রাতে হাসনাত বললেন..
অন্তর্বতী সরকারের তরফে বলা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামি লিগ ও তার নেতাদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনও রাজনৈতিক কর্মসূচি আয়োজন করতে পারবে। সেই পথে হেঁটেই আওয়ামি লিগের রেজিস্ট্রেশন স্থগিত রাখল নির্বাচন কমিশন। সোমবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশের নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘আওয়ামি লিগ এবং এর সহযোগী সংগঠনগুলির সকল কার্যক্রমের উপর স্বরাষ্ট্র মন্ত্রক নিষেধাজ্ঞা জারি করার পরে নির্বাচন কমিশন দলটির রেজিস্ট্রেশন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’
সাধারণত, বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী, দেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি দলকে নির্বাচন কমিশনে রেজিস্ট্রেশন করাতে হবে। উল্লেখ্য, সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামি লিগ এবং এর সহযোগী সংগঠনগুলি কোনও মাধ্যমে কোনওভাবে প্রচার চালাতে পারবে না বা কোনও মিছিল, সমাবেশ বা সম্মেলন সহ যেকোনও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, মহম্মদ ইউনুসের সরকারের সব সিদ্ধান্ত অবৈধ। তিনি এই সরকারের কোনও নির্দেশ মানেন না। মহম্মদ ইউনুস আওয়ামি লিগকে নিষিদ্ধ করার কেউ নন।