লন্ডনে ব্যাক ওয়াক মমতা বন্দ্যোপাধ্য়ায়, বাংলার মুখ্য়মন্ত্রীর। সেই ভিডিয়ো ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। বিদেশে গিয়ে মমতার এই ব্যাক ওয়াককে ঘিরে নানা চর্চা হচ্ছে। এবার সেই ভিডিয়োর সঙ্গেই অপর একটি ভিডিয়ো পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে মূলত বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে ভিনরাজ্যে চলে যাচ্ছেন অনেকেই। বাংলার প্রতি তাঁদের হতাশার কথা রয়েছে সেই ভিডিয়োতে। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
এক্স হ্যান্ডেলে দুটি ভিডিয়ো পোস্ট করেছেন সুকান্ত। একটি ভিডিয়োতে উলটো দিকে হাঁটছেন মমতা। সাধারণত মানুষ সামনের দিকেই হাঁটেন কিন্তু বাংলার মুখ্য়মন্ত্রীকে দেখা যাচ্ছে বিদেশের মাটিতে উলটো দিকে হাঁটতে। এটা দেখে কিছুটা অবাক হয়েছেন অনেকেই।
এরপর অপর একটি ভিডিয়ো পোস্ট করেছেন সুকান্ত। সেখানে যাঁরা কথা বলছেন সেই পরিচয় ঢেকে দেওয়া হয়েছে। সেখানে একজন বলছেন আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। ৮-১০ বছর ধরে আছি।আসা যাওয়া করি। এক সপ্তাহ ধরে আসছি। পশ্চিমবাংলায় পয়সা পাই না। দিদি পয়সা দেয় না। মহারাষ্ট্রে ভালো পয়সা দেয় বলে এখানে কাজ করি।