দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। এই আবহে সিসোদিয়া কটাক্ষের সুরে সিবিআই-কে ‘স্বাগত’ জানিয়েছিন। এদিকে ডেপুটির বাড়িতে তদন্তকারীরা পৌঁছতেই কেন্দ্রকে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের অভিযোগ, মার্কিন সংবাদপত্রে সিসোদিয়ার কাজের প্রশংসা করাতেই কেন্দ্রের বিজেপি সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে সিবিআই-কে ব্যবহার করছে সিসোদিয়াকে হয়রানি করতে। (আরও পড়ুন: সিসোদিয়ার বাড়িতে CBI! ‘সত্যিটা বাইরে আসুক’, পালটা তোপ দিল্লির উপমুখ্যমন্ত্রীর)
সিসোদিয়ার বাড়িতে সিবিআই অভিযান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করে যে দিল্লির শিক্ষা ও স্বাস্থ্যের মডেল বন্ধ করতে এই অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, 'পুরো বিশ্ব দিল্লির শিক্ষা ও স্বাস্থ্য মডেল নিয়ে আলোচনা করছে। তারা এটা বন্ধ করতে চায়। সেই কারণেই দিল্লির স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীদের ওপর অভিযান ও গ্রেপ্তার। ৭৫ বছরে যে ভালো কাজ করার চেষ্টা করেছে তাকে বন্ধ করা হয়েছে। যে কারণে ভারত পিছিয়ে। দিল্লির ভালো কাজ বন্ধ হতে দেবে না।’
আরও পড়ুন: ‘যেভাবে বিদেশি মেয়েরা প্রেমিক বদল করেন...’, নীতীশকে তোপ দাগতে গিয়ে বেফাঁস কৈলাস
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'যেদিন আমেরিকার সবচেয়ে বড় সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস-এর প্রথম পাতায় দিল্লির শিক্ষার মডেলের প্রশংসা করে মনীশ সিসোদিয়ার ছবি ছাপা হয়েছিল, সেই দিনই মনীশের বাড়ি কেন্দ্র CBI পাঠায়। সিবিআই-এ স্বাগতম। সার্বিক সহযোগিতা করবে। অতীতেও অনেক তদন্ত/অভিযান হয়েছে। কিছুই বের হল না। তারপরও কিছু বের হবে না।’