লোকসভায় অনায়াসে নাগরিকত্ব সংশোধনী পাশ করিয়ে নিল বিজেপি সরকার। ১২ ঘণ্টারও বেশি বিতর্ক শেষে যখন বিল পাশ হল তখন মধ্যরাত গড়িয়ে গিয়েছে। সারাদিন বিরোধীদের আক্রমণের মুখে ৩১১-৮০ ভোটে বিল পাশ করিয়ে নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শাসক শিবিরের এবার মূল চ্যালেঞ্জ রাজ্যসভায় বিল পাশ করানো।
আমাদের ভারতের ধারণার সঙ্গে ওদের ধারণা আলাদা, কেন্দ্রকে আক্রমণ অভিষেকের
তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় : আমাদের ভারতের ধারণার সঙ্গে ওদের ভারতের ধারণা আলাদা। আমাদের ভারত ভালোবাসায় বিশ্বাস করে। আপনাদের ভারত গণপিটুনিতে বিশ্বাস করে। শান্তি নয়, আপনাদের ভারতে হিংসায় বিশ্বাস করে। আজ দিনের শুরুতে পাকিস্তান, বাংলাদেশের সংবিধান নিয়ে বলা হচ্ছিল। আমাদের সংবিধানের কী হবে ? এনআরসি একটা ফাঁদ। আর এই বিলটি আরও বড় ফাঁদ। যদি নোটবন্দি দেশকে আইসিইউতে পাঠিয়ে দেয়, তাহলে এই বিল দেশকে ভেন্টিলেটরে পাঠিয়ে দেবে। এই বিল মোদী সরকারের জুমProtest In Delhi Over Fee Hikeলা।
বিলটি অসাংবিধানিক, বললেন মণীশ তিওয়ারি
কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি : বিলটি অসাংবিধানিক। সংবিধানের ১৪,১৫,২১,২৫ ও ২৬ ধারার পরিপন্থী। সরকার বড় ভুল করছে।
সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বললেন শাহ
সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনুপ্রবেশকারীদের ঢুকতে দেবে না কেন্দ্র। রাজ্যকেও সচেষ্ট হতে হবে। বললেন অমিত শাহ।
বিল নিয়ে ১১৯ ঘণ্টা আলোচনা করেছি, বললেন অমিত শাহ
অমিত শাহ : ১১৯ ঘণ্টা আলোচনা করেছি। ১৪০টি গ্রুপের সঙ্গে আলোচনা করেছি।
মনমোহন সিং, লালকৃষ্ণ আডবানিরাও পূর্ব-পশ্চিম পাকিস্তান থেকে এসেছিলেন, বললেন অমিত
অমিত শাহ : বিলের পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই। ১৯৪৭ সালে যে শরনার্থীরা এসেছিলেন, তাঁদের গ্রহণ করেছিল ভারতীয় সংবিধান। ভারতে এমন কোনও এলাকা নেই যেখানে পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে আসা ব্যক্তিরা নেই। মনমোহন সিং, লালকৃষ্ণ আডবানিরাও এসে প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী হয়েছিলেন।
মণিপুরকে ইনার-লাইন পারমিটের মধ্যে আনা হচ্ছে, বললেন অমিত
অমিত শাহ : মণিপুরকে ইনার-লাইন পারমিটের মধ্যে আনা হচ্ছে।
'বিভেদ রয়েছে প্রমাণ করতে পারলে বিল পেশ করব না', চ্যালেঞ্জ শাহর
কংগ্রেস সাংসদদের উদ্দেশ্য করে অমিত শাহ বলেন, আপনারা প্রমাণ করে দিন এই বিলে কোনও বিভেদ করা হয়েছে, তাহলে বিল নিয়ে আমি চলে যাব। তৃণমূল সাংসদদের উদ্দেশ্য করে শাহ বলেন, বাংলার সাংসদদের বলতে চাই যে, এই বিতর্ক দেখছে তাঁরাও (শরনার্থী)। তাঁরাও তো নিজেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবেন। দাবিদারদের অধিকার পাওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে।
'কারও প্রতি অবিচার হবে না', বললেন শাহ
কারও প্রতি অবিচার হবে না। আমরা কাউকে আক্রমণ করিনি। কারোর অধিকার থেকে বঞ্চিত করা হয়নি।কেউ নিজেদের দেশ ছেড়ে আসতে চায় না। দেশ কী, নিজের গ্রাম ছেড়েই আসতে চান না। তাঁরা কতটা পীড়নের শিকার হলে, কষ্ট হলে নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেন। নরকের মতো জীবনযাপন করেছেন। বললেন অমিত শাহ।
মুসলিমদের অধিকার কাড়বে না এই বিল, আশ্বাস শাহর
অমিত শাহ : আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি ও জৈনরা বৈষম্যের শিকার হয়েছেন। তাই নিপীড়িত মানুষকে নাগরিকত্ব দেবে এই বিল। এই বিল মুসলিমদের অধিকার কেড়ে নেবে বলে যে অভিযোগ করা হচ্ছে তা ভুল। বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের কোনও মুসলিম ব্যক্তি যদি আইন মেনে নাগরিকত্বের আবেদন জানায়, তাহলে আমরা বিবেচনা করে দেখব। কিন্তু, তাঁরা সংশোধনীর সুবিধা পাবেন না কারণ তাঁরা নিপীড়নের শিকার হননি।
বিল পেশের পক্ষে ২৯৩ ভোট, বিপক্ষে ৮২
বিল পেশ করা নিয়ে ধ্বনিভোট হয় লোকসভায়। ২৯৩ টি ভোট পড়ে বিল পেশের স্বপক্ষে। বিপক্ষে পড়ে ৮২টি ভোট।
'ধর্মের ভিত্তিতে দেশভাগ কংগ্রেসের', আক্রমণ শাহের
অমিত শাহ : আজ কেন এই বিলের প্রয়োজনীয়তা রয়েছে ? ধর্মের ভিত্তিতে কংগ্রেস দেশ বিভাজন না করলে আজ আমাদের এই বিল প্রয়োজন হত না। ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছে কংগ্রেস।
অমিত শাহকে 'হিটলার' খোঁচা ওয়েইসির
স্পিকারকে উদ্দেশ্য করে সাংসদ আসাউদ্দিন ওয়েইসি বলেন, "আপনার কাছে আর্জি, এরকম আইনের থেকে দেশকে বাঁচান। স্বরাষ্ট্রমন্ত্রীকেও বাঁচান। নাহলে ইজরায়েলের নাগরিকত্ব বিল ও নিউরেমবার্গ রেস আইনের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হিটলার ও ডেভিড বেন-গুরিয়নের সঙ্গে একই সারিতে থাকবে।" তাতে স্পিকার বলেন, "এরকম অসংসদীয় ভাষা ব্যবহার করবেন না। লোকসভার রেকর্ড থেকে এই মন্তব্য বাদ দেওয়া হবে।"
বাংলাদেশ থেকে আগতদের নাগরিকত্ব দেওয়া হলে, পাকিস্তানের নয় কেন, প্রশ্ন অমিতের
অমিত শাহ : ১৯৭১ সালে বাংলাদেশ থেকে আগতদের নাগরিকত্ব দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। তাহলে পাকিস্তান থেকে আগতদের নাগরিকত্ব নয় কেন? উগান্ডা থেকে আগত লোকদেরও নাগরিকত্ব দেওয়া হয়েছিল কংগ্রেসের আমলে।
'সংবিধানের কোনও ধারার পরিপন্থী নয় বিল', বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহ : সংবিধানের কোনও ধারার পরিপন্থী নয় এই বিল।
বিলের বিরোধিতা করবে আপ
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করবে আপ।
'৬ মাস আছেন শাহ, তাই নিয়ম জানতেই না পারেন', খোঁচা সৌগতের
"অমিত শাহ মাত্র ছ'মাস লোকসভায় আছেন। তাই তিনি লোকসভার নিয়মাবলী না-ই জানতে পারেন। এতে দোষের কিছু নেই।" অমিত শাহকে খোঁচা দিয়ে বললেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়।
নাগরিকত্ব সংশোধনী বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
'নাগরিকত্ব সংশোধনী বিল ০.০০১ শতাংশও সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়', বললেন শাহ
অমিত শাহ বলেন, "এই বিল ০.০০১ শতাংশও সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নয়।"
বিলের বিরুদ্ধে গোলাঘাটে চলছে বিক্ষোভ
অসম : বিলের বিরুদ্ধে গোলাঘাটে চলছে বিক্ষোভ কর্মসূচি।
যন্তরমন্তরের সামনে বিক্ষোভ এআইইউডিএফের
দিল্লি : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে যন্তরমন্তরের সামনে বিক্ষোভ এআইইউডিএফের।
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে গুয়াহাটিতে বনধ
অসম : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে গুয়াহাটিতে বনধের ডাক একাধিক সংগঠনের। তার জেরে বন্ধ দোকানপাট।
লোকসভায় পৌঁছেলেন অমিত শাহ
লোকসভায় পৌঁছেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিক্ষোভ আগরতলায়
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভ ত্রিপুরার আগরতলায়।
প্রশ্নোত্তর পর্বের পর লোকসভায় পেশ নাগরিকত্ব সংশোধনী বিল
প্রশ্নোত্তর পর্ব পর লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।