কেন্দ্রের বিরুদ্ধে অবিজেপি শাসিত রাজ্যগুলির হিন্দি আগ্রাসনের অভিযোগের মধ্যেই কলকাতা বিমানবন্দরে 'উড়ান যাত্রী ক্যাফে'র মেনু কার্ড ফের ভাষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কলকাতার পর কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু চেন্নাই বিমানবন্দরে উদ্বোধন করেছেন 'উড়ান যাত্রী ক্যাফে'। যাত্রীদের সুবিধার্থে এবং আরও বেশি পরিমাণ যাত্রীকে বিমানবন্দরমুখী করার প্রচেষ্টায় এই উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। তবে দেশের দুই শহরের দুই ‘উড়ান ক্যাফে’র মেনু কার্ডে দেখা গেল ‘বৈষম্য’। (আরও পড়ুন: মার্চ থেকে আসছে একাধিক পরিবর্তন, সরাসরি প্রভাব পড়বে আম জনতার পকেটে)
আরও পড়ুন: বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, মার্চে কলকাতায় LPG-র রেট কত?
বিমানবন্দরে আসা সমস্ত যাত্রীদের জন্য সস্তায় ভালো মানের খাবারের ব্যবস্থাই হল উড়ান যাত্রী ক্যাফে। এতে যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করেছে এয়ারপোর্ট অথরিটি। এর আগে প্রথম উড়ান যাত্রী ক্যাফে উদ্বোধন হয়েছিল কলকাতায় এয়ারপোর্টে গত বছর ডিসেম্বরে। এই ক্যাফে অল্পদিনের মধ্যে জনপ্রিয় হয়ে গিয়েছিল। সেই জনপ্রিয়তা এবং লাভজনক ব্যবসার কথা মাথায় রেখেই এখন আরও অন্যান্য এয়ারপোর্টে এই ক্যাফে খোলার কথা ভাবা হচ্ছে। যাত্রীদের দাবির কথা মাথায় রেখে ভারতবর্ষের অন্যান্য আরও অনেক এয়ারপোর্টে এই ক্যাফে চালু করা হচ্ছে।
এদিকে, কলকাতার পর চেন্নাই বিমানবন্দরে এই ক্যাফে উদ্বোধনের জন্য কেন্দ্রের ভূয়সী প্রশংসা করেছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা।কিন্তু এক্স-এ তাঁর চেন্নাই ও কলকাতা বিমাবন্দরে 'উড়ান যাত্রী ক্যাফে'র মেনু কার্ডের ছবি পোস্টে প্রশ্ন তুলে দিয়েছে। আসলে চেন্নাই বিমানবন্দরের 'উড়ান যাত্রী ক্যাফে'র মেনু কার্ডের ছবিতে দেখা গেছে, প্রথমেই তামিল ভাষা প্রাধান্য পেয়েছে। মেনু কার্ডে প্রথমে তামিল ভাষায় 'উড়ান যাত্রী ক্যাফে' লেখা হয়েছে। এরপরে যথাক্রমে হিন্দি এবং ইংরেজিতে তা লেখা রয়েছে।