হরিয়ানা নির্বাচনের ফল প্রকাশ হল গত ৮ অক্টোবর। রেকর্ড তৃতীয়বারের জন্যে সেখানে সরকার গড়তে চলেছে বিজেপি। এরই মধ্যে এই নির্বাচনে পুরনো একটি রেকর্ড ছুঁল হরিয়ানা। সর্বোচ্চ সংখ্যক মহিলা প্রার্থী এবার জিতে বিধানসভায় যাবেন হরিয়ানায়। রিপোর্ট অনুযায়ী, এবারে ১৩ জন মহিলা প্রার্থী জয়ী হয়েছেন হরিয়ানায়। তাঁদের মধ্যে অন্যতম হলেন অলিম্পিকে ফাইনালে ওঠা ভিনেশ ফোগাট। এর আগে শেষবার ২০১৪ সালে এত সংখ্যক মহিলা হরিয়ানা বিধানসভায় পা রেখেছিলেন। সেই পুরনো রেকর্ড ফের ২০২৪ সালে ছুঁল হরিয়ানা। (আরও পড়ুন: ভারতের থেকে ডলার পেয়েও দেউলিয়া হতে পারে বাংলাদেশ, তাদের ঋণের পরিমাণ কত জানেন?)
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে খাতা খুলল AAP, বিজেপিকে চমকে দেওয়া মালিককে ফোন কেজরির
রিপোর্ট অনুযায়ী, এবারের নির্বাচনে ১০ জন মহিলাকে টিকিট দিয়েছিল বিজেপি। তাঁদের মধ্যে থেকে ৫ জন জিতেছেন। আর কংগ্রেস এবার ১২ জন মহিলাকে টিকিট দিয়েছিল। তাঁদের মধ্যে থেকে ভিনেশ সহ মোট ৭ জন জিতে বিধায়ক নির্বাচিত হয়েছেন। এই আবহে ১৯৬৬ সালে হরিয়ানা ভাগের পর থেকে মোট ১০০ জন মহিলা বিধানসভায় নির্বাচিত হয়েছেন। ২০০৫ সালে প্রথম বার জয়ী মহিলার সংখ্যা ডবল ফিগারে পৌঁছেছিল। সেবা ১১ জন মহিলা জিতেছিলেন হরিয়ানায়। আর গতবার, ২০১৯ সালে ৯ জন মহিলা প্রার্থী জয়ী হয়ে পা রেখেছিলেন হরিয়ানা বিধানসভায়। (আরও পড়ুন: RG করে চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডের ৪৫ পাতার চার্জশিটে উল্লেখ ১০ প্রমাণের: রিপোর্ট)
আরও পড়ুন: ষষ্ঠীর আগে মধ্যরাতেই বড় পদক্ষেপ বাংলার চিকিৎসকদের, বিস্ফোরক চিঠি মমতাকে