Kolkata Book Fair: সমরেশের সই, বই হাতে সেলফি,তেলেভাজা, হজমিগুলি রসেবশে বইমেলা
Updated: 10 Feb 2023, 02:39 PM ISTপ্রায় শেষের মুখে কলকাতা বইমেলা। আস্ত ভ্যালেন্টাইন সপ্তাহ কেটে যাচ্ছে বইমেলাতে। হাত ধরাধরি করে বইমেলায় হাঁটছেন। আড্ডাও চলছে। তার মাঝে সেলফি। কিন্তু বইয়ের প্রতি সেই টান? সেটা কি আছে? উত্তর খুঁজতে কলকাতা বইমেলায়।
কলকাতা আন্তর্জাতিক বইমেলা। মোবাইলে বুঁদ হয়ে থাকা আমজনতা শীতের রোদ গায়ে মেখে ঘুরে আসছেন বইমেলায়। করুণাময়ীতে বাস থেকে নেমে হনহনিয়ে হেঁটে বইমেলার ভিড়ে মিশে যাচ্ছেন অগণিত মানুষ।
শেষ বিকালে কনে দেখা আলোয় বই দেখছেন আমবাঙালি। বই কেনাও চলছে এদিক ওদিক। তবে সেই আগের মতো উৎসাহ কি রয়েছে? একাধিক ছোট স্টলে ভিড় হচ্ছে না সেভাবে। এমন চর্চাও চলছে পুরোদমে। বইকেনা বইদেখা তো আছেই, তার সঙ্গে আছে সেলফি তোলার ধূম। পেছনে কলকাতা বইমেলার ব্যাকগ্রাউন্ড, প্রিয় লেখকের ছবি, তার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন কলেজ কেটে বইমেলা ঘুরতে আসা প্রেমিক প্রেমিকা। জীবনের এই স্মৃতিটা হয়তো ভোলার নয় অনেকের কাছেই।
স্টলে বসে বইতে সই করছেন লেখক সমরেশ মজুমদার। তাঁর লেখা বই কিনে সামনে নিয়ে এলেই সই করে দিচ্ছেন প্রিয় লেখক। কার নাম লিখব? ক্রেতাকে আলতো করে জিজ্ঞাসা করেন সমরেশ মজুমদার। স্বামী, স্ত্রী কিছুতেই ঠিক করতে পারেন না, ঠিক কার নাম লিখবেন প্রিয় লেখক। হাসি ছড়িয়ে পড়ে বইয়ের স্টলে। এমন টুকরো টুকরো ছবিই জীবন্ত করে তোলে কলকাতা বইমেলাকে।
দুপুরবেলা কিছুটা ফাঁকা ফাঁকা। সন্ধ্যা নামতেই বইমেলার ভিড় কিছুটা বাড়ছে। তবে বই মেলায় বই থাকবে এটাই স্বাভাবিক। তবে বইয়ের পাশাপাশি বইপ্রেমীর রসনা তৃপ্তির জন্যও পুরোদস্তুর ব্য়বস্থা রয়েছে। ফিস কবিরাজি, প্রন কাটলেট, চিকেন পকোরা লাইন দিয়ে কিনছেন খাদ্যরসিকরা। কিছু বইয়ের স্টলে ভিড় আছে। তবে তার সঙ্গেই হজমিগুলি, আচারের দোকান, ব্যাগের দোকানেও ভিড় কিছু কম নয়।