World Smile Day 2023: দুঃখ হলেও সব সময়ে হাসি হাসি মুখ? খুব ভালো লক্ষণ নয় কিন্তু! কেন জানেন Updated: 06 Oct 2023, 09:30 AM IST Sanket Dhar World Smile Day 2023: দুঃখ হচ্ছে বা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। অথচ সবসময় হাসি হাসি মুখে রয়েছে ওই ব্যক্তি। এই লক্ষণ খুব ভালো নয় বলেই মনে করা হয়।