লকডাউনে স্কুলে না এসে বাড়িতে ছোটরা। আর তার ফলে যেন, আগের মতো স্কুলের অভ্যাসটাই চলে গিয়েছে তাদের। আর সেটাই সাফ এক মজার ভিডিয়োয়। এখন চারদিকেই কাঁচা বাদাম। শুধু ভারতেই নয়। এখন বিশ্বজুড়েই ভুবন বাদ্যকরের গান। আর এবার ক্লাসরুমেও এই গান গাইছে পড়ুয়া।চমকে উঠলেন? হ্যাঁ, এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেমন ভিডিয়ো?ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, চতুর্থ শ্রেণির এক পড়ুয়া তার শিক্ষিকার সঙ্গে কথা বলছে। সেই সময়েই ওই শিক্ষিকা প্রশ্ন করেন, 'লকডাউনে গত দুই বছরে কী কী শিখেছ?' সেই প্রশ্ন করা হতেই আচমকা গান শুরু করে দিল খুদে পড়ুয়া। কী গান? 'কাঁচা বাদাম'!দীর্ঘদিন লকডাউনের পর স্কুল খুলেছে। আর এই মাঝের দুই বছরে ভাইরালিটি যে শিশুদেরও গ্রাস করেছে, তা স্পষ্ট।দেখুন সেই ভিডিয়ো : কাঁচা বাদাম গান এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় টপিক। দেশ, ভাষার গন্ডি পেরিয়ে এখন ইউরোপ-মার্কিন মুলুকেও এটি জনপ্রিয়। এতে রিল বানাচ্ছেন সেখানকার নেটিজেনরা। কাঁচা বাদাম যে এত বেশি ভাইরাল হবে, তা কখনও ভেবেছিলেন?