Viral video women showing belly dance: স্লিপার ক্লাসে হঠাৎ করেই কোমর দুলিয়ে উদ্দাম নাচতে শুরু করেন এক তরুণী। সেই ভিডিয়োটি সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়ো দেখেই তরুণীকে একহাত নিয়েছেন নেটিজেনরা।
স্লিপার ক্লাসে উঠে উদ্দাম নাচ এই তরুণীর!
সকালবেলা। ট্রেনের স্লিপার ক্লাসের কামরায় সেভাবে ভিড় নেই। তবে মানুষের সংখ্যা নেহাত কম নয়। যাত্রীরা প্রত্যেকেই যে যার নিজের আসনে বসে আছেন। নিজের নিজের মতো করে তাঁরা কাজে ব্যস্ত। এদিকে ট্রেনও চলছে তার মতো। হঠাৎই দেখা গেল ট্রেনের হাঁটার জায়গা ধরে এগিয়ে আসছে কালো ক্রপ টপ পরা এক তরুণী। তবে ওই তরুণী যে হেঁটে হেঁটে এগিয়ে আসছে, তা নয়। কোমর পর্যন্ত কালো প্যান্ট পরা মেয়েটিকে দেখা যাচ্ছে শরীর সামনে পিছনে দোলাতে। চোখ কিছুটা অভ্যস্ত হয়ে গেলেই বোঝা যাবে, ওই তরুণী আসলে একটি গানের সঙ্গে দেদার নাচছে। যা দেখে রীতিমতো হকচকিয়ে যান আশেপাশের যাত্রীরাও।
কালো রঙের পোশাক পরা তরুণীর ‘লুক’ এমনিই ছিল নজরকাড়া। ট্রেনে তখন চলন্ত অবস্থায়। সেই অবস্থায় দুই পাশের সারিতে থাকা যাত্রীদের চমকে দেন ওই তরুণী। হঠাৎ করেই ‘বেবি মারওয়াকে মানেগি’ গানের সঙ্গে নাচতে থাকেন তিনি। সেই উদ্দাম নাচের ভিডিয়ো ক্যামেরায় রেকর্ড করতে শুরু করেন উল্টোদিকে দাঁড়িয়ে থাকা তারই কোনও পরিচিত।
প্রসঙ্গত, উদ্দাম নাচতে নাচতে ক্যামেরার দিকে এগিয়ে আসেন। এর পর একপাশের ফাঁকা আসনে উঠে পড়তে দেখা যায় তাঁকে। পা ভাঁজ উঠে সিট ধরে পিছন দোলাতে দেখা যায় তাঁকে। চোখ দিয়ে নিজের পিছনের দিকেও ইঙ্গিত করতে দেখা যায় ওই তরুণীকে। এই গোটা নাচটির ভিডিয়োই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে নেটিজেনদের।
ভিডিয়োটিতে নানারকমের কমেন্ট ভেসে আসতে থাকে একের পর এক। মজার ছলে নেটিজেনদের একজন কমেন্টে লেখেন, ‘এখন তো আমি ভয় পাই, আমার সঙ্গে এমন কেউ যাতে ট্রেনে না ওঠেন। তাহলে ট্রেন চড়ার দফারফা!’ আরেক নেটিজনকে লেখেন, ‘এদের হুটহাট রিল বানানো সবকিছুর সীমা ছাড়িয়ে গিয়েছে।’