বাংলা নিউজ > টুকিটাকি > National Science Day 2023: ফেব্রুয়ারির শেষ দিন জাতীয় বিজ্ঞান দিবস, কী হয়েছিল তখন? জানুন দেশের গৌরবের ইতিহাস
পরবর্তী খবর
National Science Day 2023: ফেব্রুয়ারির শেষ দিন জাতীয় বিজ্ঞান দিবস, কী হয়েছিল তখন? জানুন দেশের গৌরবের ইতিহাস
1 মিনিটে পড়ুন Updated: 28 Feb 2023, 10:23 AM ISTSuman Roy
National Science Day 2023: দেশের সেরা বিজ্ঞানীদের সম্মান জানাতে পালন করা হয় এই দিন। কিন্তু একটি বিশেষ ঘটনার ভূমিকাও আছে।
কেন পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস?
প্রতি বছর ২৮ ফেব্রয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। দেশ তৈরির পিছনে, দেশের অগ্রগতির পিছনে বিজ্ঞানীদের ভূমিকার কথা মাথায় রেখে এই দিনটি পালন করা হয়। কিন্তু এছাড়াও এই দিনটি পালনের পিছনে রয়েছে অন্য আর এক ঘটনাও। বিশেষ দিনটি পালনের পিছনে ভূমিকা আছে বিজ্ঞানী সিভি রামনের।
কেন পালন করা শুরু হয়েছিল জাতীয় বিজ্ঞান দিবস?
১৯৮৭ সালে প্রথম বার পালিত হয় এই দিনটি। এই দিনটি পালনের জন্য বেছে নেওয়া হয়েছিল রামন এফেক্ট বা রামন ক্রিয়া আবিষ্কারের দিনটিকে।
স্যর চন্দ্রসেখর ভেঙ্কট রামন ছিলেন একজন পদার্থবিদ। ১৯২৮ সালে তিনি রামন এফেক্ট আবিষ্কার করেন। এই কারণে ১৯৩০ সালে তিনি পদার্থবিদ্যায় নোবেল পান। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ১৯১৭ সালে মাস্টার ডিগ্রি পান। তার পরে কলকাতাবিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে পড়াতে শুরু করেন।
১৯৩৩ সালে তিনি বেঙ্গালুরুতে ইন়্িয়ান ইনস্টিটিউট অব সায়েন্স তৈরি করেন। সেখানকার পদার্থবিদ্যা বিভাগের প্রধানের দায়িত্বও তিনি সামলান। ১৯৪৭ সালে তাঁকে রামন রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টরের দায়িত্বভার দেওয়া হয়।
রামন এফেক্ট কী?
ফোটন কণার অস্থিতিস্থাপক বিকিরণকে বলা হয় রামন এফেক্ট। ১৯২৮ সালে সিভি রামন ও তাঁর ছাত্র কেএস কৃষ্ণণ তরল পদার্থে ‘রামন এফেক্ট’ আবিষ্কার করেন। রামনের নাম থেকেই এর নামকরণ করা হয়। ১৯৩৩ সালে অস্ট্রিয়ার পদার্থবিদ অ্যাডলফ স্মেকাল তাত্ত্বিকভাবে এটির বর্ণনা করেন।