1 মিনিটে পড়ুন Updated: 09 Jun 2023, 08:30 AM ISTSanket Dhar
মাধ্যমিকে ছেলে পেয়েছে মাত্র ৩৫ শতাংশ। কিন্তু তাতেই বেজায় খুশি তার বাবা-মা। সংবাদমাধ্যমের প্রশ্নে আসল কারণটাও জানালেন তাঁরা।
ছেলে মেয়ের পড়াশোনা মানেই আজকালকার দিনে ইঁদুর দৌড়
ছেলে মেয়ের পড়াশোনা মানেই আজকালকার দিনে ইঁদুর দৌড়। সেই ইঁদুর দৌড়ে সামিল হতে হয় সব খুদেকেই। শুধু তাই নয়, অভিভাবকের তরফেও থাকে ভীষণ চাপ। পান থেকে চুন খসলেই শুনতে হয় কড়া শাসন। তবে এর মধ্যেই খবরের শিরোনামে উঠে এল এক অন্যরকম পরিবারের কথা। তাদের ছেলে এই বছর আরও লাখ লাখ ছাত্রছাত্রীর মতোই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তবে মাধ্যমিকের ছয়টি বিষয়ে ৩৫ শতাংশ মার্কস পেয়ে উত্তীর্ণ হয় সে। আর তাতেই রীতিমতো আনন্দের আবহ তাদের পরিবারে। পরীক্ষা দিয়ে পাশ করবে, সেই আশা ছিল না পড়ুয়ার। তার পিছনে অবশ্য বেশ কয়েকটি কারণের কথাও বলেছে ওই পড়ুয়া। তবে শেষ পর্যন্ত পাশ করে যায় পড়ুয়াটি। সম্প্রতি মুম্বইয়ের থানের এই ঘটনাই অবাক করে দিয়েছে অনেককে।
থানের বিশাল কারাদ মাধ্যমিকের ছয়টি বিষয়ে সব মিলিয়ে ৩৫ শতাংশ পেয়েছেন। এতেই বেশ খুশি তাঁর অভিভাবকরা। মারাঠি মাধ্যমের একটি স্কুল থেকে পাশ করেছেন বিশাল। এদিন তাঁর বাবা মা-এর সঙ্গে যোগাযোগ করে একটি সংবাদমাধ্যম। ছেলের সাফল্য নিয়ে কেমন অনুভূতি জানতে চাইলে তাঁর বাবা অশোক কারাদ বলেন, অনেকেই সন্তান বেশি মার্কস পেলে তবেই খুশি হন। কিন্তু তিনি এই মার্কসেই বেশ খুশি। তাঁর কথায়, ছেলে মাধ্যমিক পাশ করেছে, এটাই তাঁর কাছে অনেক। প্রসঙ্গত, অশোক পেশায় রিকশাচালক। ছেলের পরীক্ষার আগে নিজেদের পুরনো বাড়ি ছেড়ে তাঁদের চলে আসতে হয় অন্য এক জায়গায়।