জৈন ধর্মের একটি বিশেষ প্রথা সান্থারা প্রথা। এই প্রথায় খাদ্য ও পানীয় ত্যাগ করে মৃত্যুবরণ করার রীতি রয়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশে এক তিন বছরের শিশু সান্থারা প্রথায় মৃত্যুবরণ করে। ঘটনাচক্রে তার মস্তিষ্কে একটি টিউমর ছিল। তাঁর বাবা-মা তাঁকে এইভাবে মৃত্যুবরণে কিছুটা ইন্ধন জুগিয়েছেন বলেই অভিযোগ।