পিরিয়ডের ব্লিডিং যদি ৭ দিনের বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই শরীরের দিকে যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়াও যদি একইসঙ্গে পিরিয়ডের সময় ২ ঘণ্টা অন্তর অন্তর প্রবল ব্লিডিংয়ের জেরে প্যাড বদল করতে হয়, তাহলে অবশ্যই একজন মহিলাকে খেয়াল করতে হবে যে তিনি মেনোরেজিয়ার মতো রোগের শিকার হয়েছেন কী না। যদি এই রোগ যদি জাঁকিয়ে বসে, তাহলে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে শরীরে একজন মহিলার অজান্তেই।
মেনোরেজিয়া নিয়ে চিকিৎসক পায়েল নারাং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এই রোগের কারণ কী হতে পারে, বা এরফলেই বা কোন ধরনের বড়সড় জটিলতা তৈরি হতে পারে তা জানান দিয়েছেন তিনি। কোন কোন লক্ষণ বা উপসর্গ দেখলে মেনোরেজিয়া নিয়ে সতর্ক হতে হবে মহিলাদের তা আগে জেনে নেওয়া যাক। আরও পড়ুন-কোভিড সেরে উঠতেই পিঠে, হাঁটুতে দারুন ব্যথা! এগুলি কীসের লক্ষণ জানেন?
মেনোরেজিয়ার উপসর্গ
-যদি পিরিয়ডের সময় আপনার ব্লিডিং বেশি হয়, আর তা ৭ দিনের বেশি হতে থাকে, তাহলে সতর্ক হতে হবে।
-ট্যাম্পন, প্যাড যদি বারবার পরিবর্তন করতে হয়, তাহলে সতর্ক থাকুন।
-ব্লিডিংয়ের সময় জমাট বাঁধা রক্ত বের হওয়ার প্রবণতা বেশি থাকলে সতর্ক হতে হবে।
-পিরিয়ডের সময় ক্লান্ত লাগা ও পেটে ব্যথাও এর অন্যতম উপসর্গ।
-ত্বক অনেকটাই সাদা বা ফ্যাকাসে লাগতে পারে এই সময়।