Kali puja 2024 Wishes And Messages: আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই দুষ্টের দমন করার জন্য মর্ত্যে আগমন করবেন মা কালী। অশুভ শক্তির বিনাশ হবে তাঁর হাতে। এই শুভ লগ্নে প্রিয় জনকে শুভেচ্ছা বার্তা পাঠাতে এখনই দেখুন এই প্রতিবেদনটি।
১) ঈশ্বরের কাছে পুরোপুরি নিয়োজিত করুন নিজেকে, আপনাকে জানাই শুভ কালীপুজো।
২) মা কালীর আশীর্বাদে আলোকিত হয়ে উঠুক আপনার জীবন, আপনাকে জানাই শুভ কালীপুজোর শুভেচ্ছা।
৩) দেবী কালীর চন্ডী রূপে থর থর কাঁপে সকলে, এই কালীপুজোর শুভক্ষণে তোমাকে জানাই শুভ কালীপুজোর শুভেচ্ছা।
৪) আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, সবাইকে জানাই শুভ কালীপুজোর শুভেচ্ছা
(আরও পড়ুন: কালীপুজোয় মাটির প্রদীপ বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে চান? দিওয়ালি ২০২৪র আগে রইল টিপস)
৫) কালীপুজোর রাতে প্রদীপের আলোয় কেটে যাক সমস্ত অন্ধকার, তোমাকে জানাই কালীপুজোর শুভেচ্ছা।
৬) শব্দবাজির পরিবর্তে সকলে মেতে উঠুক শব্দহীন বাজির আনন্দে, পরিবেশ দূষণমুক্ত হোক এই পৃথিবী। তোমাকে জানাই শুভেচ্ছা কালীপুজোর।
৭) তারাপীঠ হোক বা দক্ষিণেশ্বর, মা কালীর আরাধনায় মত্ত হবেন সকলে, সবাইকে জানাই কালীপুজোর শুভেচ্ছা বার্তা।
৮) দেবী পার্বতীর রুদ্র রূপ মা কালীর আগমন হতে চলেছে এই পৃথিবীতে, তোমাকে জানাই কালীপুজোর অনেক শুভেচ্ছা।
(আরও পড়ুন: ভবেশের রক্ষাকালী কীভাবে হয়ে উঠলেন নৈহাটির বড়মা? রোমহর্ষক সে কাহিনি)
৯) কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হবে অসুর দমন, আসবেন মায়ের ভয়াল রূপ, সবাইকে জানাই কালী পুজোর শুভেচ্ছা বার্তা।
১০) কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, শ্যামা মাকে বন্দনা করার মাধ্যমে সবাইকে জানাই কালীপুজোর শুভেচ্ছা।
১১) মা কালীর আরাধনা উপলক্ষে সবাইকে জানাই শুভ দীপাবলি এবং দিওয়ালি শুভেচ্ছা। সবার জীবন ভরে উঠুক আনন্দে।